তৃতীয় অধ্যায়
জাতি, জাতিয়তাবাদ ও আন্তর্জাতিকতা
1. জাতীয়তাবাদের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ধারণাগুলি কী কী ?
👉 জাতীয়তাবাদের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ধারণাগুলি হল জনসমাজ জাতি ও
জাতীয় জনসমাজ ।
2. জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা প্রসঙ্গে একটি যুক্তি দাও ।
👉 জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা প্রসঙ্গে একটি যুক্তি হল জাতীয়তাবাদ
একটি ভাবগত বা মানসিক ধারণা ।
3. জাতীয়তাবাদের গুরুত্ব কী ?
👉 জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার বিরোধী ।
4. জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তিগুলি কী ?
👉 জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তিগুলি হল এটি গণতন্ত্র ও আন্তর্জাতিকতার
পরিপন্থী এবং জাতিবিদ্বেষ সৃষ্টিকারী ।
5. আন্তর্জাতিকতার গুরুত্ব প্রসঙ্গে কী বলা হয় ?
👉 আন্তর্জাতিকতার গুরুত্ব প্রসঙ্গে বলা হয় যে, আন্তর্জাতিকতা
বিশ্বশান্তি ও মানবসভ্যতার সহায়ক ।
6. জাতীয়তাবাদ সম্পর্কে বার্ট্রান্ড রাসেল কী বলেছেন ?
👉 বার্ট্রান্ড রাসেলের মতে, জাতীয়তাবাদ হল এমন এক সাদৃশ্য ও ঐক্যের
অনুভূতি যা পরস্পরকে ভালোবাসতে শেখায় ।
7. বার্ট্রান্ড রাসেল জাতীয়তাবাদকে কী বলে অভিহিত করেছেন ?
👉 বার্ট্রান্ড রাসেল 'জাতীয়তাবাদকে' সাদৃশ্য ও ঐক্যের অনুভূতি বলে অভিহিত
করেছেন ।
৪. লয়েড জাতীয়তাবাদকে কী বলে অভিহিত করেছেন ?
👉 লয়েডের মতে, জাতীয়তাবাদ এমন একটি ধর্ম যা মানুষের প্রবৃত্তির মধ্যেই
নিহিত থাকে ।
9. অধ্যাপক ল্যাঙ্কির মতে - জাতীয়তাবাদ কী ?
👉 ল্যাস্কির মতে, মানুষের সঙ্গলিপ্ত প্রবৃত্তি এবং স্বায়ত্তশাসন
প্রতিষ্ঠা করার ইচ্ছাই হল জাতীয়তাবাদের ভিত্তি ।
10. হায়েসের মতে জাতীয়তাবাদ কী ?
👉 হায়েসের মতে, জনসমাজ ও দেশপ্রেমের আধুনিক আবেগমণ্ডিত সমন্বয়সাধনই হল
জাতীয়তাবাদ ।
11. লুক্সেমবুর্গের মতে, জাতীয়তাবাদ কী ?
👉 লুক্সেমবুর্গের মতে, জাতীয় রাষ্ট্র এবং জাতীয়তাবাদ হল এখন একটি
শূন্য পাত্র, যার মধ্যে প্রতিটি যুগ ও প্রত্যেকটি দেশের শ্রেণি সম্পর্ক বিশেষ
অন্তর্বস্তু ঢেলে দেয় ।
12. জাতীয়তাবাদের মূল বক্তব্য কী ?
অথবা,
জাতীয়তাবাদের মূলনীতিটি উল্লেখ করো ।
👉 জাতীয়তাবাদের মূল বক্তব্য হল "নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও ।"
13. "জাতীয়তাবাদই হল আন্তর্জাতিকায় উপনীত হওয়ার রাজপথ" - উক্তিটি কার ?
👉 জিমার্নের ।
14. "জাতীয়তাবাদ হল আন্তর্জাতিকতার সংকট" – উক্তিটি কার ?
👉 জাতীয়তাবাদ প্রসঙ্গে প্রশ্নোদ্ভূত উদ্ভিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ।
15. আন্তর্জাতিক শক্তিকে 'কাপুরুষের স্বপ্ন' কে বলেছেন ?
👉 বেনিটো মুসোলিনি আন্তর্জাতিক শক্তিকে 'কাপুরুষের স্বপ্ন' বলেছেন ।
16. "আন্তর্জাতিকতা হল সেই অনুভূতি, যার দ্বারা ব্যক্তি নিজেকে কেবল তার নিজের
রাষ্ট্রের সভ্য বলে ভাববে না সেই সঙ্গে সে নিজেকে বিশ্বের একজন নাগরিক বলেও মনে
করবে" - কে বলেছেন ?
👉 আন্তর্জাতিকতা প্রসঙ্গে এ কথা বলেছেন গোল্ডস্মিথ ।
17. বাঙালির রাষ্ট্রচিন্তা গ্রন্থটির লেখক কে ?
👉 গ্রন্থটির রচয়িতা সৌরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ।
18. ন্যাশনালিজম প্রন্থটির রচয়িতা কে ?
👉 ন্যাশনালিজম রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ।
19. ইউরোপীয় বা সংকীর্ণ জাতীয়তাবাদকে বঙ্কিমচন্দ্র কী বলে ধাক্কার জানিয়েছেন
?
👉 বঙ্কিমচন্দ্রের মতে, ইউরোপীয় জাতীয়তাবাদ হল ঘোরতর পৈশাচিক পাপ ।
20. "জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা পরস্পরের পরিপূরক" — এই ধারণার একজন সমর্থকের
নাম লেখো ।
👉 মাৎসিনি ছিলেন প্রশ্নোত্ত ধারণাটির সমর্থক ।
21. জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা পরস্পরবিরোধী এই ধারণার একজন সমর্থকের নাম
উল্লেখ করো ।
👉 ল্যাক্সি ছিলেন প্রশ্নোত্তর ধারণাটির একজন অন্যতম সমর্থক ।
22. কোন জাতীয়তাবাদ জাতির মধ্যে কূপমণ্ডূকতা সৃষ্টি করে ?
👉 সংকীর্ণ জাতীয়তাবাদ জাতির মধ্যে কূপমণ্ডূকতা সৃষ্টি করে ।
23. মার্কসবাদীরা কোন্ জাতীয়তাবাদকে প্রলেতারীয় আন্তর্জাতিকতার বিরোধী বলে
অভিহিত করেছেন ?
👉 মার্কসবাদীরা বুর্জোয়া জাতীয়তাবাদকে "প্রলেতারীয় আন্তর্জাতিকতার
বিরোধী" বলে অভিহিত করেছেন ।
24. স্পেংগলারের মতে, কোন্ ঐক্য জাতীয়তাবাদের সৃষ্টি করে ?
👉 স্পেংগলার মনে করেন, ভাবগত ঐকাই জাতীয়তাবাদের সৃষ্টি করে ।
25. "স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন স্বাভাবিক, পুরুষের কাছে যুদ্ধও তেমন
স্বাভাবিক" – উক্তিটি কার ?
👉 প্রশ্নোঘৃত উদ্ভিটি বেনিটো মুসোলিনির ।
26. "হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে, নয়তো যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করে দেবে"
- কে বলেছেন ?
👉 প্রশ্নোদৃত উদ্ভিটি দার্শনিক বার্ট্রান্ড রাসেলের ।
27. জাতীয়তাবাদের সপক্ষে একটি যুক্তি দাও ।
অথবা,
জাতীয়তাবাদের একটি গ্রুণ উল্লেখ করো ।
👉 এক মহান আদর্শরূপে প্রকৃত জাতীয়তাবাদ সমগ্র জাতিকে দেশপ্রেমে
উদ্বুদ্ধ করে দেশের জন্য আত্মত্যাগ করতে অনুপ্রেরণা জোগায় ।
28. বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝ ?
👉 বিকৃত জাতীয়তাবাদ নিজের সম্পর্কে গর্ববোধের পাশাপাশি অন্য জাতির
প্রতি ঘৃণার মনোভাব পোষণ করে এবং সাম্রাজ্যবাদের জন্ম দেয় ।
29. আন্তর্জাতিকতার উদ্ভবের পশ্চাতে একটি প্রধান কারণ উল্লেখ করো ।
👉 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উগ্র জাতীয়তাবাদ যেভাবে মানবজাতিকে এক সর্বাধক
ধ্বংসের পথে ঠেলে দেয়, তা থেকে মুক্তির পথ হিসেবে আন্তর্জাতিকতার উদ্ভব ঘটে ।
30. লর্ড বায়রন, ম্যাৎসিনি, লিকক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী জনসমাজের উৎপত্তির
ক্ষেত্রে কীসের ওপর গুরুত্ব আরোপ করেছেন ?
👉 লর্ড বায়রন, ম্যাৎসিনি, লিকক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী জনসমাজের
উৎপত্তির ক্ষেত্রে উদ্ভবগত ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন ।
31. মার্কসবাদী দার্শনিকগণ বুর্জোয়া জাতীয়তাবাদকে কী বলে অভিহিত করেছেন ?
👉 মার্কসবাদী দার্শনিকগণ বুর্জোয়া জাতীয়তাবাদকে মার্কসবাদী দার্শনিকগণ
বুর্জোয়া জাতীয়তাবাদকে প্রলেতারীয় আন্তর্জাতিকতার বিরোধী এবং শ্রমজীবী
মানুষের সংগ্রামকে দুর্বল করার একটি মতাদর্শ বলেছেন ।