আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য



আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য :

আবহবিকার ক্ষয়ীভবন
যে এক বা একধিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিস্থিত শীলা সমূহ একই স্থানে পড়ে থেকে থেকে চূর্ণ-বিচূর্ণ হয় তাকে আবহবিকার বলে । ক্ষয়ীভবন হল একটি প্রাকৃতিক প্রক্রিয়া , যার মাধ্যমে বিচূর্ণীকৃত শিলাখণ্ড অন্যত্র স্থানান্তরিত হয় । 
 আবহবিকারের মাধ্যমে শিলার ভৌত ও রাসায়নিক যেকোনো পরিবর্তন হতে পারে । ক্ষয়ীভবনের মাধ্যমে বিচূর্ণীকৃত শিলাখণ্ডগুলি দূরে অপসারিত হয় ।
আবহবিকারকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়- ( ১ ) যান্ত্রিক আবহবিকার এবং ( ২ ) রাসায়নিক আবহবিকার ও ( 3 ) জৈবিক আবহবিকার নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির মাধ্যমে সংঘটিত হয়ে থাকে ।
শিলাকে টুকরো টুকরো করে রেগোলিথ ও মাটি সৃষ্টি হয় । বিভিন্ন প্রকার ক্ষয়জাত ভূমিরূপ গড়ে ওঠে ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.