প্রশ্নোগুলির সঠিক উত্তরটি বেছে নাও ।
। ) পৃথিবীর ফুসফুস বলা হয় - a) সেলভা b ) তৈগা অরণ্য c ) আমাজন d ) ম্যানগ্রোভ অরণ্য
ii ) ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক ( a ) ট্রপোস্কিয়ার b ) স্ট্রাটোস্ফিয়ার d ) c ) মেসোস্ফিয়ার d ) ম্যাগনেটোস্ট্রিয়ার
iii ) টেরারোসা জাতীয় ভূমিকম্প গড়ে ওঠে - a) গ্রানাইট b) ব্যাসাল্ট c) বেলে পাথর d) চুনাপাথর গঠিত অঞ্ছলে ।
iv ) উপকূলের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা বাঁধকে বলে - a ) প্ল্যাটফর্ম b ) টম্বোলা d ) স্পিট d) হুক
v ) যৌন বিবর্তনের মডেলের যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক - a ) প্রথম b ) দ্বিতীয় c) তৃতীয় d) চতুর্থ
vi ) কোনো বড় শহরের কেন্দ্রীয় অংশকে বলে - a ) পৗর বসতি b) হ্যামলেট c ) সিবিডি d ) বাজার
vii ) সর্বাধিক হিউমাস দেখা যায় – a ) চারনোজেম b ) তুন্দ্রা c ) ল্যাটেরাইট d ) পডজল - মুক্তিকাতে
( viii ) ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়- a ) কেপটাউন : b ) ক্যালিফোর্নিয়া ( c ) মিশর d ) সগুলি ঠিক
( ix ) অক্সিরুপী জলনির্গম প্রণালী ভারতের কোন রাজ্যে অধিক দেখা যায় - a ) বিহার b ) পশ্মচিবঙ্গ c ) উড়িষা d ) গোয়া
x ) শিল্পের আইসোডোপেন কথাটি কে প্রথম ব্যবহার করেন - a) অগাস্ট লস b ) ওয়েবার c ) থমসন d ) হটেলিঙ
xi ) যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো - a ) ইন্টারনেট b ) টৈল ফান c ) মাটরগাড়ি d ) মোবাইল
xil ) সমগ্র দেশ বা রাজ্য যখন পৌর বসতিতে পরিণত হয় তখন তাকে বলা হয় a ) পলিস b ) এক্যুমোনো পলিস c ) টাইরানোপলিস d ) মেগালো লিস
xill ) থিংক ট্যাংক কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য - a ) দ্বিতীয় ) তৃতীয় c ) চতুর্থ d ) পঞ্চম শ্রেণীর কর্মীদের ক্ষেত্রে
xiv ) বৃদ্ধ রুপি জলনিৰ্গম গড়ে ওঠে – a ) চুতি গঠনে b ) সমস শিলা গঠনে c ) উদ্বেদি আগ্নেয় গঠনে
xv ) লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদ কে বলে - a ) হাইড্রোফাইট b ) সাইক্লো ফাইট c ) হ্যালো ফাইট d ) জেরোফাইট
xvi ) কোন দেশের জন্মহার ও মৃত্যুহার সমান হলে তা - a ) শূন্য জনসংখ্যা b ) জনাকীর্ণতা জনসংখ্যা ( ) অভিক্ষেপ d ) কাম্য জনসংখ্যা
xvii ) বিশ্বের বৃহত্তম খাদ্য রুপালি কারক দেশ – a ) জার্নমা b ) জাপান c ) ভারত d ) আমেরিকা যুক্তরাষ্ট্র
xviii ) ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প – a ) মুম্বাই b ) ট্রমবে c ) জামনগর d ) নাহারকাটিয়া
xix ) হানিকম্ব ( মৌচাক গঠন ) যে পৃতিকা গড়ে ওঠে a ) ল্যাটেরাইট b ) রেগুর c ) সিরাজেম ( d ) পডজল
XX ) স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত ভূমিরূপ হল- a ) ভূমি b ) সমভূমি ) ইনসেলবার্জ d ) পাদদেশীয় সমভূমি
xxi ) শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় - a ) নিবিড় কৃষিতে b ) স্থানার কৃষিতে c ) বাগিচা কৃষিতে d ) মিশ্র কৃষিতে
☀ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় )
1 ) পেডিপ্লেনসন তম্বটি কে দেন ?
👉 বিজ্ঞানী ফিল্ট ।
li ) কোন খনিজ মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে ?
👉 ফসফরাস, ক্যালসিয়াম, আয়রণ ও এ্যালুমিনিয়াম ।
ii ) পর্যায়ন কি ?
👉 পর্যায়ন বলতে বহির্জাত প্রক্রিয়াসমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে উঁচুনীচু ভূভাগকে অর্থাৎ ভূমির উপরিভাগের অনিয়মিত রূপরেখাকে একটি সাধারণ তল বা পৃষ্ঠে নিয়ে আসাকে বােঝায়।
iv ) দ্বিতীয় সবুজ বিপ্লব কি ?
👉 স্বাধীনতার পরবর্তী সময়েও খাদ্য চাহিদা মেটাতে ভারত সরকারকে একটা বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হতো অর্থাৎ খাদ্যের জন্য পরনির্ভরশীল ছিল। তাই ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারের প্রয়োজন দেখা, যা ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, এটি ভারতের ইতিহাসে সবুজ বিপ্লব নামে পরিচিত।
V ) বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে ?
👉 যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত হওয়ার পর শিল্পজাত দ্রব্যের ওজন বিশেষ কমে না, তাদের বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের বলে। এই প্রকার কাঁচামালের পণ্য সূচক 1 বা 1 এর কম হয়। এই ধরনের কাঁচামালের ওপর নির্ভরশীল শিল্পগুলি কাঁচামাল উৎপাদক অঞ্চল অথবা বাজার যেকোনো জায়গায় গড়ে উঠতে পারে।
vi ) জীব বৈচিত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
👉 ওয়াল্টার জি. রোসেন ১৯৮৫ সালে।
Vii ) পৃথিবীর বাস্ততম সমুদ্র পথ টির নাম কি ?
👉 বক্সবাজার ।
viii ) ঝুম চাষ কি ? অথবা , উদ্যান কৃষি কাকে বলে ?
👉 ঝুম চাষ :- জুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষিপদ্ধতি। "জুম চাষ" বিশেষ শব্দে "ঝুম চাষ" নামেও পরিচিত। "ঝুম চাষ" এক ধরনের স্থানান্তরিত কৃষিপদ্ধতি। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়, আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে।
উদ্যান কৃষি :- এক ধরণের আধুনিক কৃষি ব্যবস্থা যেখানে শহরের নিত্য প্রয়োজনীয় পণ্যের বিশাল বাজার কে কেন্দ্র করে শহরের অনতিদূরে বিভিন্ন মাপের জমিতে নিবিড় পদ্ধতিতে শাক-সবজি, ফুল, ফল ইত্যাদির চাষকেই বাজারভিত্তিক উদ্যান বা বাজার-বাগান কৃষি বলা হয়ে থাকে।
x ) মহীর্ভাবক আলোড়ন এ শক্তি কিভাবে কাজ করে ?
👉 মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে উল্লম্বভাবে অর্থাৎ , পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ভূ - কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ অভিমুখে ক্রিয়াশীল হয় । এই আলোড়নে ভূত্বকের অংশবিশেষ উল্লম্বভাবে উপরে উঠে যায় বা নিচে বসে যায় ; যার ফলস্বরূপ সমুদ্রবক্ষ উত্থিত হয়ে মহাদেশের অংশভাগ এবং মহাদেশ অবনমিত হয়ে সমুদ্রভাগ রূপে অবস্থান করে । এই আলোড়নের ফলে ভূত্বকের কোন অংশ উত্থিত হলে তার পার্শ্ববর্তী অপর অংশ স্বাভাবিকভাবেই অবনমিত হয় । সুতরাং , এই আলোড়ন ভূত্বকের উত্থান ও অবনমন একইসাথে ঘটায় ।
x ) কাস্ট পিনাকল কাকে বলে ?
👉 যে শিলা জলধারন করতে সক্ষম কিন্তু ভূ-অভ্যন্তরে পরিবহনে অক্ষম, তাদের অ্যাকুইক্লুড বা কাস্ট পিনাকল বলে ।
Xi ) গ্রিন ডাটা বুক কি ?
👉 অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীবপ্রজাতির তালিকা কে গ্রিন ডেটা বুক বলে ।
Xii ) গোলাপি কর্মী কাদের বলে ?
👉 সেবাক্ষেত্রের কার্যে নিযুক্ত কর্মীদের Pink-Collar Worker বলে ।
Xiii ) এলনিনোর উৎপত্তি কোথায় ঘটে ?
👉 স্বাভাবিক অবস্থায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে পেরু উপকূলে শীতল হামবোল্ড বা পেরু স্রোত ঊর্ধ্বগামী হয়। ফলে সমুদ্রপৃষ্ঠে শীতল জল অবস্থান করে ।
Xiv ) প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলা হয় ?
👉 ওজন স্তরকে ।