class 11 political science chapter 2 100টি saq






   একটি বা দুটি বাক্যে উত্তর দাও :-

 1. কোন্ দেশকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয় ?

 👉 প্রাচীন গ্রিসকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয় ।


 2. প্রাচীশ গ্রিসে রাষ্ট্রকে কী বলা হত ? অথবা , পোলিস কী ?

 👉 প্রাচীন গ্রিসে রাষ্ট্রকে বলা হত পোলিস ।


 3. প্রাচীন রোমে রাষ্ট্রকে কী বলা হত ?

 👉 প্রাচীন রোমে রাষ্ট্রকে বলা হত সিভিটাস ।


 4. কারা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন ?

 👉 টিউটনগণ সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন ।


 5. ' রাষ্ট্র ' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?

 👉 ইতালীয় দার্শনিক নিকোলো ম্যাকিয়াডেলি সর্বপ্রথম আধুনিক অর্থে ' রাষ্ট্র ' শব্দটি ব্যবহার করেন ।


 6. কোন্ দার্শনিকের তথ্য থেকে জানা যায় যে , রাষ্ট্রের প্রায় ১৪৫ টি সংজ্ঞা আছে ?

 👉 ডেভিড ইস্টনের তথ্য থেকে জানা যায় যে , রাষ্ট্রের প্রায় ১৪৫ টি সংজ্ঞা আছে ।


 7. রাষ্ট্র গঠনের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোন্‌টি ?

 👉 রাষ্ট্র গঠনের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমিকতা ।


 ৪. কোন্ রাষ্ট্রবিজ্ঞানীগণ ' রাষ্ট্র ' শব্দটির পরিবর্তে ' রাজনৈতিক ব্যবস্থা ' কথাটি প্রয়োগ করার পক্ষপাতী ?

 👉 আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ ' রাষ্ট্র ' শব্দটির পরিবর্তে ' রাজনৈতিক ব্যবস্থা ' কথাটি প্রয়োগের পক্ষপাতী ।


 9. লেনিন রাষ্ট্রের কীরূপ সংজ্ঞা দিয়েছেন ?

 👉 লেনিনের মতে , রাষ্ট্র হল এক শ্রেণির ওপর অন্য এক শ্রেণির উৎপীড়নের যন্ত্র যা পদানত শ্রেণিগুলিকে এক শ্রেণির আয়ত্তে রাখে ।


 10. কোন্ কোন্ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে চিরত্তন প্রতিষ্ঠান বলে মনে করেন না ?

 👉 লেনিন , স্তালিন প্রমুখ মার্কসবাদী দার্শনিকগণ রাষ্ট্রকে চিরন্তন প্রতিষ্ঠান বলে মনে করেন না ।


 11. রাষ্ট্র পড়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কী ? অথবা , রাষ্ট্রের যে - কোনো পাঁচটি উপাদানের উল্লেখ করো ।

 👉 রাষ্ট্র গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হল ভূখণ্ড , জনসমষ্টি , সরকার , সার্বভৌমিকতা , জাতীয়তাবাদ প্রভৃতি ।


 12. প্রাচীন গ্রিসের নগররাষ্টগুলিতে জনসমষ্টিকে কী কী ভাগে ভাগ করা হত ?

 👉 প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে নাগরিক , মেটিক ও দাস — এই তিন ভাগে ভাগ করা হত ।


 13. আধুনিক রাষ্ট্রে জনসমাজকে কী কী ভাগে ভাগ করা হয় ?

 👉 আধুনিক রাষ্ট্রে জনসমাজকে মূলত নাগরিক , বিদেশি ও প্রজা এই তিন ভাগে ভাগ করা হয় ।


 14. প্রাচীনকালে কাদের নাগরিক বলা হত ?

 👉 প্রাচীনকালে যারা নগররাষ্ট্রের রাজনৈতিক জীবনের সঙ্গে কোনো - না - কোনোভাবে যুক্ত থাকত , তাদের নাগরিক বলা হত ।


 15. মেটিক কাদের বলা হত ?

 👉 ব্যাবসাবাণিজ্যের সূত্রে যারা এথেন্সের মতো নগরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত , তাদের মেটিক বলা হত ।


 16. বিদেশি কাদের বলা হয় ?

 👉 একটি রাষ্ট্রের মধ্যে অন্যান্য রাষ্ট্রের যেসব সদস্য থাকে , তাদের বিদেশি বলে ।


 17. প্রজা কাদের বলা হয় ?

 👉 বিদেশি সরকার কর্তৃক শাসিত কোনো দেশের জনগণকে প্রজা বলে অভিহিত করা হয় ।


 18. কারা হয় জনসংখ্যা সমন্বিত রাষ্ট্রকেই আদর্শ মনে করতেন ?

 👉 হবস্ , রুশো প্রমুখ চিন্তাবিদ সংখ্যা সমন্বিত রাষ্ট্রকেই আদর্শ মনে করতেন ।


 19. রুশো কীরূপ রাষ্ট্রের সমর্থক ছিলেন ?

 👉 রুশো ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন ।


 20 . ট্রিটস্কে কীরূপ রাষ্ট্রকে পাপের প্রতীক বলে মনে করতেন ?

 👉 ট্রিটস্কে ক্ষুদ্র রাষ্ট্রকে পাপের প্রতীক বলে মনে করতেন ।


 21. সাধারণত কোনো রাষ্ট্রের গাগনিক সীমা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে ?

 👉 কোনো রাষ্ট্রের গাগনিক সীমা সাধারণত ১০০ কিমি থেকে ১৯০ কিমি পর্যন্ত বিস্তৃত থাকে ।


 22. সরকার বলতে কী বোঝায় ?

 👉 সরকার বলতে অইন বিভাগ , শাসন বিভাগ ও বিচার বিভাগকে বোঝায় ।


 23. রাষ্ট্রচরিচ ও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সরকারগুলিকে কী কী ভাগে ভাগ করা যায় ?

 👉 রাষ্ট্ররিয় ও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সরকারগুলিকে দুটি ভাগে ভাগ করা যায় — এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার ।


 24. বুর্জোয়া গণতান্ত্রিক সরকার কোথায় লক্ষ করা যায় ?

 👉 ভারত , ব্রিটেন ইত্যাদি দেশে বুর্জোয়া গণতান্ত্রিক সরকার লক্ষ করা যায় ।


 25. সমাজতান্ত্রিক সরকার কোথায় লক্ষ করা যায় ?

 👉 কিউবা , গণসাধারণতন্ত্র , ভিয়েত নাম ইত্যাদি দেশে সমাজতান্ত্রিক সরকার লক্ষ করা যায় ।


 26. কোন্ কোন্ দার্শনিক রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন ?

 👉 লক ও রুশো সরকার ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন ।


 27. রাষ্ট্রের কোন বৈশিষ্টাকে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয় ?

 👉 রাষ্ট্রের সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয় ।


 28. প্রিন্স গ্রন্থটির লেখক কে ?

 👉 দ্য প্রিন্স গ্রন্থটির লেখক হলেন ম্যাকিয়াভেলি ।


 29. সার্বভৌমিকতার অর্থ কী ?

 👉 সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের চরম অপ্রতিহত ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায় ।


 30. কোন্ দার্শনিক সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে বর্ণনা করেছেন ?

 👉 অধ্যাপক গেষ্টেল সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে বর্ণনা করেছেন ।


 31. রাষ্ট্রের সার্বভৌমিকতার বৈশিষ্ট্য কী ?

 👉 রাষ্ট্রের সার্বভৌমিকতার বৈশিষ্ট্য হল চরম অবিভাজ্যতা ও অ - হস্তান্তরযোগ্যতা ।


 32. সার্বভৌমা কত ধরনের ?

 👉 সার্বভৌমিকতা দু - ধরনের অভ্যন্তরীণ সার্বভৌমিকতা ও বাহ্যিক সার্বভৌমিকতা ।


 33. সার্বভৌম ক্ষমতা একমায় কোন প্রতিষ্ঠানের আছে ?

 👉 একমাত্র রাষ্ট্রেরই সার্বভৌম ক্ষমতা আছে ।


 34. একজন নাগরিকের কোন্ প্রতিষ্ঠানের সদস্যপদ গ্রহণ করা বাধ্যতামূলক ?

 👉 একজন নাগরিকের রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করা বাধ্যতামূলক ।


 35. ইংরেজ দার্শনিক জন লক কী ধরনের সার্বভৌমিকতাকে সমর্থন করেছেন ?

 👉 ইংরেজ দার্শনিক জন লক সীমাবদ্ধ সার্বভৌমিকতাকে সমর্থন করেছেন ।


 36. “ রাষ্ট্র হল শ্রেণিপোষণের যন্ত্র ” -উক্তিটি কার ?

 👉 “ রাষ্ট্র হল শ্রেণিপোষণের যন্ত্র " - উত্তিটি দার্শনিক কার্ল মার্কসের ।


 37. রোমান দার্শনিকগণ রাষ্ট্রকে কী বলতেন ?

 👉 রোমান দার্শনিকগণ রাষ্ট্রকে ' স্ট্যাটাস ' বলে অভিহিত করতেন ।


 38. কোন্ দার্শনিক ' রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে ব্যবহার করেন ?

 👉 ইতালির চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি ' রাষ্ট্র ' -কেপ্রগতি আধুনিক অর্থে ব্যবহার করেন ।


39. ম্যাকিয়াভেলি কোন্ গ্রন্থে আধুনিক অর্থে ' রাষ্ট্র ' শব্দটি ব্যবহার ।

 👉 ম্যাকিয়াডেলি তার দা গ্রিস নামক গ্রন্থে আধুনিক অর্থে ' রাষ্ট্র ' শব্দটি ব্যবহার করেন ।


 40. রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে জার্মান দার্শনিক সুজ কী বলেছেন ?

 👉 জার্মান দার্শনিক সুলজের মতে , প্রায় প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানীই রাষ্ট্র সম্পর্কে কোনো - না - কোনো সংজ্ঞা প্রদান করেছেন এবং এইসব সংজ্ঞার যে - কোনো দুষ্টির মধ্যে কোনোরূপ সংগতি লক্ষ করা যায় না ।


 41. অ্যারিস্টট্‌ল কীভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন ?

 👉 অ্যারিস্টট্ল স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টিকেই রাষ্ট্র বলেছেন ।


 42. রোমান দার্শনিক সিসেরো রাষ্ট্র বলতে কী বোঝাতে চেয়েছেন ?

 👉 রোমান দার্শনিক সিসেরোর মতে , রাষ্ট্র জ যার বিপুল সংখ্যক মানুষ সাধারণ অধিকারবোধ ও পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে সুযোগসুবিধা আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয় ।


 43. উড্রো উইলসন কে ছিলেন ?

 👉 উড্রো - উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি ।


 44. রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন ?

  👉 রাষ্ট্রে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গার্নার ।


 45. বোগী রাষ্ট্র বলতে কী বুঝিয়েছেন ?

 👉 বোঁনার মতে , রাষ্ট্র হল পরিবার ও তার ধনসম্পত্তির ভ্রমন একটি মত সংগঠন , যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় ।


 46. অধ্যাপক হলের মতে রাষ্ট্র কী ?

 👉 অধ্যাপক হলের মতে , রাষ্ট্র হল রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জর্দষ্ট স্থায়ীভাবে প্রতিষ্ঠিত এবং বহিঃপত্তির নিয়ন্ত্রণমুক্ত একটি জনসমাজ ।


 47. বার্জেস রাষ্ট্রের কীরূপ সংজ্ঞা প্রদান করেছেন ?

 👉 বার্জেসের মতে , রাষ্ট্র হল কোনো নির্দিষ্ট অঞ্ছলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি ।


48. উড্রো উইলসনের মতে রাষ্ট্র কী ?

 👉 উড্রো উইলসনের মতে , কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিই হল রাষ্ট্র ।


 49. ম্যাকাইভারের মতে রাষ্ট্র কী ?

 👉 ম্যাকাইভারের মতে রাষ্ট্র হল এমন একটি সংঘ , যা বলপ্রয়োগের অধিকারী সরকার কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে নির্দিষ্ট কোনো ভূখণ্ডে অবস্থিত সমাজের সামাজিক শৃঙ্খলার বাহ্যিক ও সর্বজনীন অবস্থা বজায় রাখে ।


 50. হ্যারল্ড ল্যাক্কি রাষ্ট্র বলতে কী বুঝিয়েছেন ?

 👉 ল্যাঙ্কির মতে , আধুনিক রাষ্ট্র হল এমন একটি ভৌগোলিক সমাজ , যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এবং যেখানে শাসক তার নির্দিষ্ট স্বাভাবিক সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর আধিপত্য দাবি করে ।


51. বার্কারের মতে রাষ্ট্র কী ?

 👉 বার্কারের মতে রাষ্ট্র বলতে নির্দিষ্ট ও বিশেষ ধরনের সংগঠনকে বুঝিয়েছেন , যা বাধ্যতামূলক আইনব্যবস্থা সংরক্ষণের বিশেষ উদ্দেশ্য সাধনে নিয়োজিত এবং যা প্রচলিত প্রথা ও প্রয়োগযোগ্য আইনের মাধ্যমে তার কার্যাবলি পরিচালনা করে ।

 52. ওপেনহাইমারের মতে রাষ্ট্র কী ?

 👉 ওপেনহাইমারের মতে , যখন কোনো দেশের জনসাধারণ তাদের নিজেদের সার্বভৌম সরকারের অধীনে বসবাস করে , তখনই তাকে একটি যথার্থ রাষ্ট্র বলা যায় ।

 53. প্লেটো , অ্যারিস্টট্স প্রমুখের মতে , আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা কত হওয়া উচিত ?

 👉 প্লেটো , অ্যারিস্ট প্রমুখের মতে , ৫.০৪০ থেকে ১০,০০০ জনসংখ্যাই একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট ।

 54. ভূখণ্ড কাকে বলা হয় ?

 👉 ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ একটি অঞ্চলকে ভূখণ্ড বলা হয় ।

 55. সম্মতি জাতিপুঞ্জের নিয়মানুযায়ী বর্তমানে সমুদ্রের কত মাইল পর্যন্ত এলাকা রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে স্বীকৃত ?

 👉 সম্মিলিত জাতিপুঞ্জের নিয়মানুযায়ী বর্তমানে সমুদ্রের বারো মাইল পর্যন্ত এলাকা রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে স্বীকৃত ।

 56. সম্মিলিত জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংক্রান্ত কোন সম্মেলনে সামুদ্রিক সীমানা তিন মাইলের পরিবর্তে বারো মাইল করা হয় ?

 👉 সম্মিলিত জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংক্রান্ত তৃতীয় সম্মেলনে সামুদ্রিক সীমানা তিন মাইলের পরিবর্তে বারো মাইল করা হয় ।


 57. সম্মিলিত জাতিপুঞ্জের সমুদ্রভাগের বারো মাইলের নীতি না মেনে মার্কিন যুক্তরাষ্ট্র কত মাইল পর্যন্ত সমুদ্রের জলভাগকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেছে ?

 👉 সম্মিলিত জাতিপুঞ্জের সমুদ্রভাগের বারো মহিলের নীতি না মেনে মার্কিন যুক্তরাষ্ট্র চার মাইল জলভাগকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেছে ।


 58. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী ধারণা কী উদ্দেশ্যে প্রচারিত হয়েছিল ?

 👉 ঊনবিংশ শতাব্দীতে সরকার তথা রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধিকে সংকীর্ণ পরিসরের মধ্যে আবদ্ধ রাখার জন্য প্রচারিত হয়েছিল ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ।


 59. সরকার যদি রাষ্ট্রের মাথা হয় , সার্বভৌমিকতা তাহলে রাষ্ট্রের কী ?

 👉 সরকার যদি রাষ্ট্রের মাথা হয় , তাহলে সার্বোভৌমিকতা হল রাষ্ট্রের প্রাণ ।


 60. কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমিকতা কীসের দ্বারা সীমাবদ্ধ ?

 👉 কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমিকতা প্রচলিত প্রথা , রীতিনীতি , জনমত ইত্যাদি দ্বারা সীমাবদ্ধ ।


 61. কোনো রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমিকতা কীসের দ্বারা সীমাবদ্ধ ?

 👉কোনো রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমিকতা আন্তর্জাতিক আইন , সন্ধি , চুত্তি ইত্যাদির দ্বারা সীমাবদ্ধ ।


62. মার্কসীয় ধারণা অনুযায়ী কীরূপ সমাজ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র নিজের থেকেই বিলুপ্ত হয়ে যাবে ?

 👉 মার্কসীয় ধারণা অনুযায়ী সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র নিজের থেকেই বিলুপ্ত হয়ে যাবে ।


 63. পশ্চিমবঙ্গ রাজ্যটি কি সার্বভৌম ক্ষমতার অধিকারী ?

 👉 না , পশ্চিমবঙ্গ রাজ্যটি সার্বভৌম ক্ষমতার অধিকারী নয় ।


 64. পশ্চিমবঙ্গ রাজ্যটি কেন সার্বভৌম ক্ষমতার অধিকারী নয় ?

 👉 পশ্চিমবঙ্গ রাজ্যটিকে ভারত রাষ্ট্রের নির্দেশ মেনে চলতে হয় বলে পশ্চিমবঙ্গ সার্বভৌম নয় ।


 65. মৃত্যুদণ্ড প্রদান করার অধিকারী কে ?

 👉 একমাত্র রাষ্ট্র মৃত্যুদণ্ড প্রদানের অধিকারী ।


 66. “ পেনসিল কাটার পক্ষে কুঠার যেমন অনুপযোগী , ব্যক্তির অন্তজীবনের সূক্ষ্ম অনুভূতিগুলির উন্নয়নে রাষ্ট্রও তেমন অনুপযোগী " — উক্তিটি কার ?

 👉 প্রশ্নোধৃত উত্তিটি দার্শনিক ম্যাকাইভারের ।


 67. রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান উল্লেখ করো ।

 👉 রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হল সরকার ।


 68. একজন ব্যক্তি একইসঙ্গে ক - টি রাষ্ট্রের সদস্য হতে পারেন ?

 👉 একজন ব্যক্তি একইসঙ্গে কেবলমাত্র একটি রাষ্ট্রের সদস্য হতে পারেন ।


 69. রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম উল্লেখ করো ।

 👉 রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন কান্ট ।


 70. ১৯৪৭ সালের ১৫ আগস্টের পূর্বে ভারতকে কী বলা হত ?

 👉 ১৯৪৭ সালের ১৫ আগস্টের পূর্বে ভারতকে ব্রিটিশ উপনিবেশ বলা হত ।


 71. কে বলেছিলেন , “ ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয় ” ?

 👉 রাষ্ট্রবিজ্ঞানী সিলি বলেছিলেন , “ ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয় ” ।


 72. রাষ্ট্রের অবলুপ্তির তত্ত্বে কে বিশ্বাসী ছিলেন ?

 👉 রাষ্ট্রের অবলুপ্তির তত্ত্বে কার্ল মার্কস বিশ্বাসী ছিলেন ।


 73. “ আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হল রাষ্ট্র ” —এ কথা কে বলেছেন ?

 👉 “ আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হল রাষ্ট্র ” —এ কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী জাঁ বোদা ।


 74. রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কী ?

 👉 রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমত্ব ।


 75. কার মতে , রাষ্ট্র একটি স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ মানবিক সংস্থা , যার লক্ষ্য সর্বোচ্চ মঙ্গলসাধন ?

 👉 অ্যারিস্টলের মতে রাষ্ট্র একটি স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ মানবিক সংস্থা , যার লক্ষ্য সর্বোচ্চ মঙ্গলসাধন ।


76. রাষ্ট্রের চারটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে কাকে রাষ্ট্রের প্রাণস্বরূপ বলা হয় ?

 👉 রাষ্ট্রের চারটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে সার্বভৌমত্বকে রাষ্ট্রের প্রাণস্বরূপ বলা হয় ।


 77. “ নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয় ” -কে বলেছেন ?

 👉 “ নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয় ” –রাষ্ট্রবিজ্ঞানী সিলি এ কথা বলেছেন ।


 78. রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন ?

 👉 গার্নার রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ।


 79. রাষ্ট্রের বাহু কাকে বলে ?

 👉 ভূখণ্ডকে রাষ্ট্রের বাহু বলা হয় ।


 80. রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কী ?

 👉 রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম সার্বভৌমিকতা ।


 81. ' রাষ্ট্র ' শব্দটির প্রয়োগ সর্বপ্রথম কার রচনায় লক্ষ করা যায় ?

 👉 ‘ রাষ্ট্র ’ শব্দটির প্রয়োগ সর্বপ্রথম ম্যাকিয়াভেলির রচনায় লক্ষ করা যায় ।


 82. আচরণবাদীরা ' রাষ্ট্র ' শব্দটির পরিবর্তে কোন্ কথাটি প্রয়োগ করার পক্ষপাতী ?

 👉 আচরণবাদীরা ' রাষ্ট্র ' শব্দটির পরিবর্তে ' রাজনৈতিক ব্যবস্থা ’ কথাটি প্রয়োগ করার পক্ষপাতী ।


 83. মার্কসবাদীরা রাষ্ট্রকে কী বলে অভিহিত করেছেন ?

 👉 মার্কসবাদীরা রাষ্ট্রকে শ্রেণি শাসন ও শ্রেণি শোষণের যন্ত্র বলে অভিহিত করেছেন ।


 84. সরকারকে রাষ্ট্রের কী বলে অভিহিত করা হয় ?

 👉 সরকারকে রাষ্ট্রের মাথা বলে অভিহিত করা হয় ।


 85. রাষ্ট্র মানুষের কোন্ আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে ?

 👉 রাষ্ট্র মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে ।


 86. রাষ্ট্র মানুষের কোন্ আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না ?

 👉 রাষ্ট্র মানুষের অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না ।


 87. রাষ্ট্রের বিমূর্ত ধারণা কার মধ্য দিয়ে বাস্তব রূপ নেয় ?

 👉 রাষ্ট্রের বিমূর্ত ধারণা সরকারের মধ্যে দিয়ে বাস্তব রূপ নেয় ।


 88. মস্তিষ্ক যেমন জীবদেহের পরিচালক তেমনই রাষ্ট্রের পরিচালক কে ?

👉 মস্তিষ্ক যেমন জীবদেহের পরিচালক তেমনই রাষ্ট্রের পরিচালক হল সরকার ।


 89. রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে তার ' পাপের প্রতীক ' বলে মনে করতেন কোন্ রাষ্ট্রবিজ্ঞানী ?

 👉 রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে তার ' পাপের প্রতীক বলে মনে করতেন রাষ্ট্রবিজ্ঞানী ট্রিটস্কে ।


 90. বর্তমানে রাষ্ট্রের কর্মপরিধিকে কোন্ তাত্ত্বিকরা সংকুচিত করার পক্ষপাতী ?

 👉 বর্তমানে রাষ্ট্রের কর্মপরিধিকে নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকরা সংকুচিত করার পক্ষপাতী ।


91. সাম্প্রতিককালে কীসের প্রভাবে রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণাটি এক চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছে ?

 👉 সাম্প্রতিককালে বিশ্বায়নের প্রভাবে রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণাটি এক চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছে ।


 92. কার মতে , “ রাষ্ট্র হল বিরামহীন ক্রমবিকাশের ফল " ?

 👉 বার্জেসের মতে “ রাষ্ট্র হল বিরামহীন ক্রমবিকাশের ফল ” ।


 93. “ স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হল রাষ্ট্র ” —উক্তিটি কার ?

 👉 প্রশ্নোধৃত উদ্ধৃতিটি অ্যারিস্টলের ।


 94. “ রাষ্ট্র হল কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি ” —এ কথা কে বলেছেন ?

 👉 প্রশ্নোধৃত উদ্ধৃতিটি হল রাষ্ট্রবিজ্ঞানী হলের ।


 95 , “ আধুনিক রাষ্ট্র হল এমন একটি ভৌগোলিক সমাজ যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এবং যেখানে শাসক তার নির্দিষ্ট স্বাভাবিক সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের উপর আধিপত্য দাবি করে " - উক্তিটি কার ?

 👉 প্রশ্নোধৃত উদ্ধৃতিটি হ্যারল্ড ল্যাঙ্কির ।


 96. কার মতে , ' রাষ্ট্র হল এমন একটি প্রতিষ্ঠান , যা শক্তির দ্বারা বলবৎযোগ্য আইনের সাহায্য শান্তি ও নিরাপত্তা রক্ষা করা যার, ভৌগোলিক সীমারেখার মধ্যে সর্বজনীন কর্তৃত্ব থাকে এবং যার সার্বভৌম কর্তৃত্ব স্বীকৃতি লাভ করেছে ' ?

 👉 প্রশ্নোধৃত মতটি হল রাফ্যেলের ।


 97. রাষ্ট্র ও সরকারের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো ।

 👉 রাষ্ট্র ও সরকারের মধ্যে একটি পার্থক্য হল রাষ্ট্রকে চোখে দেখা যায় না , অন্যদিকে সরকারকে চোখে দেখা যায় । তাই রাষ্ট্র যেখানে বিমূর্ত , সরকার সেখানে বাস্তব ।


98. পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম লেখো ।

 👉 পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম হল অ্যারিস্টটল ।


 99. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম লেখো ।

 👉 রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তা হলেন মেটল্যান্ড এবং বাকল ।


 100. হল্যান্ড কর্তৃক প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা লেখো ।

 👉 ইংরেজ আইনবিদ হল্যান্ড রাষ্ট্র সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন তা হল – রাষ্ট্র হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণের এক বৃহৎ সমষ্টি যেখানে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা , বিরোধীদের ওপর স্থান লাভ করে ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.