Class12History || mcq || চতুর্থ অধ্যায়

 By Mysite

 অধ্যায় - 4  


 1.  এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্টা করেন ?

👉 উইলিয়াম জোন্স, 1784 খ্রিস্টাব্দ ।

2.  ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্টা করেন ?

 👉 লর্ড ওয়েলেসলি, 1800 খ্রিস্টাব্দ ।

 3.  হিন্দু কলেজ কে কবে প্রতিষ্টা করেন ?

 👉 ডেভিড হেয়ার, 1817 খ্রিস্টাব্দ ।

 4.  Kolkata School Book Socity কে কবে প্রতিষ্টা করেন ?

 👉  ডেভিড হেয়ার, 1817 খ্রিস্টাব্দ ।

 5.  আত্মীয় সভা কে কবে প্রতিষ্টা করেন ?

 👉 রামমোহন রায়, 1815 খ্রিস্টাব্দ ।

 6.  মেকলে মিনিট কবে পেশ হয়েছিল ?

 👉 1835খ্রিস্টাব্দ ।

 7.  কার সময়কালে মেকলে মিনিট গৃহীত হয় ?

 👉 লর্ড উইলিয়াম বেন্টিং ।

 8.  চুঁইয়ে পড়া নীতির প্রবক্তা কে ?

 👉 থমাস ব্যবিংটন মেকলে ।

 9. কোলকিতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্টা হয় ?

 👉 1853 খ্রিস্টাব্দ ।

10.  কোলকাতা বিশ্ব বিদ্যালয় কবে প্রতীষ্টা হয় ?

 👉 1857 খ্রিস্টাব্দ ।

 11.  কলকাতা বিশ্ব বিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

 👉 জেমস উইলিয়াম কোলভিন ।

 12.  কলকাতা বিশ্ব বিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?

 👉 গুরু দাস বন্দোপাধ্যায় ।

 13.  রামমোহন রায়কে কে রাষ্টপতি উপাধি দিয়েছিলেন ?

 👉 মোগল সম্রাট দ্বিতীয় আকবর ।

 14.  প্রথম বাংলা সংবাদ পত্রের নাম কী ?

 👉 দিক দর্শন ( মাসিক পত্রীকা ) ।

 15.  প্রথম "সাত পত্রিকা" পত্রের নাম কী ?

 👉 সমাচার দরপন ।

 16.  প্রথম "দৈনিক পত্রিকা" পত্রের নাম কী ?

 👉 সংবাদ প্রভাকর ।

 17.  "তিন আইন" কবে পাশ হয় ?

 👉 1872 খ্রিস্টাদ্ব ।

 18.  "বর্তমান ভারত" কে রচনা করেন ?

 👉 স্বামী বিবেকা নন্দ ।

 19.  ভ্যাইকম সত্যগ্রহ আন্দোলনে কে নেতৃত্ব দেন ?

 👉 শ্রী নারায়ন গুরু ।

 20.  All India Depressed - এর প্রতিষ্টাতা কে ?

 👉 রাজা রামমোহন রায় ।

 21.  দক্ষিনের বিদ্যা সাগর কাকে বলা হত ?

 👉 বিরসা লিঙ্গম পান্ডুলুকে ।

 22.  শুদ্ধি আন্দোলন কে শুরু করেন ?

 👉 দয়ানন্দ শাস্ত্রী ।

 23.  "সত্যার্থ" কে প্রকাশ করেন ?

👉 দয়ানন্য শাস্ত্রী ।

 24.  সত্য শোধক সভা কে প্রতিষ্টা করেন ?

 👉 জ্যোতি বা ফুলে ।

 25.  মহারানির ঘোষনা পত্র কবে প্রকাশিত হয়েছিল ?

 👉 1858 খ্রিস্টাব্দে ।

 26.  মহামেডাল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যাপক কে ছিলেন ?

 👉 স্যার সৈয়দ আহমেদ ।

 27.  তত্ত্ব বোধিনি পত্রিকা কে প্রকাশ করেন ?

 👉 দেবেন্দ্রনাথ ঠাকুর ।

28.  পুনা চুক্তি কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?

 👉 1932 খ্রিস্টাব্দে, মহাত্মা গান্দির সঙ্গে Dr. বি. আর. আম্বেদকার ।

 29.  সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষিত হয়েছিল ?

 👉 1932 খ্রিস্টাব্ধে ।

30.  প্রর্থনা সমাজ কবে প্রতিষ্টা হয়েছিল ?

 👉 1867, খ্রিস্টাব্দে ।

পরবর্তী


   Comments :

  Your Name :


  Your Email: (required)


  Your Message: (required)

                                           

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.