31. কলকাতায় মাদ্রাসা কবে প্রতিষ্টা হয় ?
👉 1781 খ্রিস্টাব্দে, লর্ড ওয়ারেন হেস্টিং ।
32. বারানসি সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্টা করেন ?
👉 1793 খ্রিস্টাব্দে, জোনাখান-ডানকান ।
33. জেনারেল অ্যাসেম্বলিজ কে কবে প্রতিষ্টা করেন ?
👉 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ ।
34. আলিগড় কলেজের পয্যথম অধ্যক্য কে ছিলেন ?
👉 থিয়ভর বেক ।
35. সত্যশোধক সমাজ কে প্রতিষ্টা করেন ?
👉 দয়ানন্দ সরস্বতী ।
36. কোন জেনারেলের আমলে মেকলে মিনিট পাশ হয় ?
👉 লর্ড উইলিয়াম বেন্টিং ।
37. সতীদাহ প্রথা কে কবে কার উদ্দোগে নিষিদ্ধ করেন ?
👉 1829 খ্রিস্টাব্দে, লর্ড উইলিয়াম বেন্টিং, রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় ।
38. হিন্দু বিধবা আইন কবে কির উদ্দোগে পাশ হয় ?
👉 1856 খ্রিস্টাব্বে, বিদ্যাসাগরের ঊদ্দোগে ।
39. চিনে কবে টাইপিং বিদ্রোহ হয়েছিল ?
👉 1850 - 1856 খ্রিস্টাব্দের মধ্যে ।
40. টাইপিং কথার অর্থ কী ?
👉মহান শান্তি ।
41. সিং-চুং-হুই এর প্রবক্তা কে ?
👉 Dr, সানইয়াদ সেন ।
42. কমেনটাইং এর প্রতিষ্টাতা কে ?
👉 Dr, সানইয়াদ সেন ।
43. চিনে চৌঠা-মে আন্দোলন কবে হয় ?
👉 191 খ্রস্টাব্দে ।
: Comments :