☀ আধুনিক রাষ্টে শাসন বিভাগের কার্যাবলি — আলোচনা করো ।
By Mysl site
👉 ভূমিকা :-
সরকারের তিনটি বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন বিভাগ হল শাসন বিভাগ । শাসন বিভাগ বলত, যে সমস্ত ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি, যারা আইনের মাধ্যমে রাষ্টের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করে । সর্বচ্চ পদাধিকরী ব্যক্তি থেকে সর্ব নিম্ম স্তরে আবস্থিত ব্যক্তি শাসন বিভাগের অন্তর্ভুক্ত । অ্যালান বলের মতে শাসন বিভাগ বলতে বোঝায় শাসক এবং তার উপদেষ্টা মন্ডলী এবং মন্ত্রিগন ।
কার্যাবলি :-
বর্তমানে শাসন বিভাগকে বহু ধরনের কাজ করতে হয় । তার মধ্যে প্রধান প্রধান গুলি হলো —
1. নিতি নির্ধারন :- দেশকে পরিচালনা বা শাসন করে শাসন করে শাসন বিভাগ । শাসন বিভাগের সর্বপ্রধান কাজ হলো সরকারি নীতি নির্ধারন করা ও তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করে কার্য পরিচালনা করা । সংষদীয় ব্যবস্থায় প্রধান মন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীসভা এই নীতি প্রনয়ন করে ।
2. অভ্যন্তরিন শাসন :-
দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা শাসন বিভাগের প্রধান কাজ । এর মধ্যে শাসন বিভাগের গুরুত্বপূর্ন কাজ দেশের অভন্তরিন শান্তি শৃঙ্খলা ও আইন ব্যবস্থা রক্ষা করা । শাসন বিভাগ, এই কাজ সম্পাদনের জন্য কর্মচারি নিয়োগ করে থাকে ।
3. পররাষ্ট সংক্রান্ত :-
শাসন বিভাগের গুরুত্বপূর্ন কাজ পররাষ্ট সংক্রান্ত বিষয়ক দ্বায়িত্ব পালন করা । এবং অন্যান্য রাষ্টৈর সঙ্গে সন্ধি, চুক্তি সম্পাদন করা, কূটনৈতিক প্রতিনিধি প্রেরন করা, বিদেশ সফর, প্রভৃতি গুরুত্বপূর্ন কাজ শাসন বিভাগ করে থাকে ।
4. আইন সংকরান্ত :-
শাসন বিভাগ আইন প্রনয়ন, ও আইন সংক্রান্ত বহু গুরুত্বপূর্ন কাজ করে থাকে । সংষদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীগন অধিকাংশ বিল উথ্বাপন করে । শাসন বিভাগ, আইন সভার অধিবেশন অহবান করে ও স্থগিত রাখে এবং প্রয়োজনে ভেঙে দিতে পারে ।
শাসন বিভাগ কোনো বিলে সম্মতি না দিলে আইন পরিনত হয় না । আইন সভার অধিবেশন বন্ধ থাকা কালিন অভিনাস্র জারি করতে পারে ।
5. অর্থ সংক্রান্ত :-
শাসন বিভাগের অন্যতম গুরুত্বপূর্ন কাজ হল অর্থ সংক্রান্ত্র তথ্য সংগ্রহ করা । কোন খাতে কি পরিমান টাকা খরচ হবে, কোন নীতিতে কর ধার্য হবে প্রভৃতি নির্ধারন করে শাসন বিভাগ । তা ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ন কাজ হল কোন জিনিসের প্রতি বাজেট তৈরি করা, যা অর্থ মন্ত্রি নির্ধারন করে থাকেন ।
6. বিচার সংক্রান্ত :-
শাসন বিভাগ বিভিন্ন ধরনের কাজ করে থাকে । সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচার পতিদের রাষ্টপতি নিয়োগ করে থাকে ।
7. প্রতিরক্ষা সংক্রান্ত :-
বৈদেশিক আক্রমনের হাত থেকে রক্ষা করার জন্য শাসন বিভাগ একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে । সুতরাং, যুদ্ধ ঘোষনা থেকে বিরতি র্যন্ত সমস্ত দায়িত্ব শাসন বিভাগের রাষ্টের কতৃত্ব রক্ষার জন্য প্রতিটি সরকারকে এই কাজ করতে হয় ।
মূল্যায়ন :-
বর্তমানে কল্যানকর রাষ্টের পটভূমিতে, রাষ্টে কর্ম পরিধি যতই বাড়ছে শাসন বিভাগের কর্মক্ষেত্র ততোই প্রসারিত হচ্ছে । শুধুমাত্র শাসন সংক্রন্ত নয়, আইন প্রনয়নের ক্ষমতা শাসন বিভাগের হাতে চলে এসছে । এই প্রসঙ্গে আধ্যাপক গেটেল বলেছেন, অদূর ভবিষ্যতে যতই রাজনীতির পরিবর্তন হবে ততোই শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাবে ।
Thank you sir.
ReplyDeleteIts my very Helpfull.