জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝ || class12 || রাষ্টবিজ্ঞান


☀ জোট নিরপেক্ষ আইন বলতে কী বোঝো ?

👉  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একদিকে সবিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী বা সমাজ তান্ত্রিক জোট এবং অপর দিকে মার্কিন যুক্তরাষ্টের নেতৃত্বে পুঁজিবাদী বা গণতান্ত্রিক রাষ্টজোট গঠিত হয় । এই দু-টি গোষ্ঠির কোনোটাতে যোগদান না করে স্বাধীন ভাবে উভয় জোটের সঙ্গে বন্ধুত্ব বা সম দূরত্ব বজায় রেখে সম্পূর্ন স্বাধীন ও নিরপেক্ষ ভাবে বৈদেশিক সম্পর্ক পরিচালনার নীতি, জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.