দুর্যোগ ও বিপর্যের মধ্যে পার্থক্য
দুর্যোগ | বিপর্যয় |
---|---|
1. দুর্যোগ হল পরিবেশগত বিপদ হীন ঘটনা । | 1. বিপর্যয় হল পরিবেশগত বিপদজনক অবস্থা । |
2. দুর্যোগ ঝুঁকিপূর্ন বা বিপদ জনক অবস্থার সৃষ্টি করে । | 2. বিপর্ময় প্রকৃতিক পরিবেশ ও মানব জীবনে বিপদ ঘটায় । |
3. সমস্ত দুর্যোগ বিপর্যয় নয় । | 3. সমস্ত বিপর্যয় দুর্যোগ । |
4. দুর্যোগ কোনো একটি কারনের দ্বারা সংঘটিত হয় । | 4. বিপর্যয় হল ফলাফল । |
5. দুর্যোগ ধীর গতিতে সম্পন্ন হয় । | 5. অতিদ্রু সংঘটিত হয় । |
6. দুর্যোগ মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন । | 6. মানুষ দুর্যোগের মুখোমুখি হয় । |
7. মানুষের কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে না । | 7. মানুষের কোনো ভূমিকা নেই । |
8. দুর্যোগে তীব্রতার পরিমাপ করা যায় না । | 8. সহজেই পরিমাপ করা যায় । |