|
Quess 1year Free Plan (1 year Total Pralection Plan) for Mobile
between 10001 to 15000 (Email Delivery) (Clack and purches)☝ |
WEST BEGL COUNCIL OF HIGHR SECONDARY EDUCATION
সংসদ প্রদত্ত উচ্চমাধ্যমিক নমুনা ভূগোল প্রশ্নোত্তর
1. "একটি ভূমিরূপের নিদিষ্ট জীবন ইতিহাস আছে" । এই উক্তিটি কার
?
👉 E.M. Devish
2. ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বে মোনাডনক গঠিত হয় কোন পর্যায়ে ?
👉 বার্ধক্য পর্যায়ে ।
3. স্বাভাবিক ক্ষয় চক্রের প্রবক্তা কে ?
👉 ডেভিস ।
4. 'পাদসমতলীকরন' মতবাদটীর প্রথম অবতারনা কে করেন ?
👉 L.C. King
5. ইনসেলবার্জ কোন অঞ্ছলে দেখা যায় ?
👉 কালাহারি মরুভূমিতে ।
6. অনুগামি নদী, পরবর্তী নদী, গৌন অনগামি নদী, বিপরা নদীর
সমন্নয়ে কোন ধরনের জল নিরগম প্রনালি গড়ে উঠেছে ?
👉 জাফরীরূপি ।
7. একনত গঠনযুক্ত ভূমিভাগে কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে ?
👉 জাফরীরূপী নদী নকশা ।
8. নাতিশীতোষ্ম তৃণভূমি অঞ্ছলে কোন শ্রেনির মৃত্তিকা দেখা যায়
?
👉 মলিসল ।
9. USDA শ্রনিবিভাগ অনুসারে অক্সাইড যুক্ত মাটির শ্রেনির নাম কী
?
👉 অক্সিসল ।
10. একটি আঞ্ছলিক মৃত্তিকার উদাহরন দাও ।
👉 পডজল ।
11. 'স্পোডোসল' মাটি কোন মৃত্তিকার উদিহরন ?
👉 পডসল ।
12. হিউমাস সমৃদ্ধ মাটির রং কেমন ?
👉 কালো ।
13. অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকার নাম কী ?
👉 অ্যান্ডিসল ।
14. জলাভূমি অঞ্ছলে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম কী ?
👉 হাইড্রোফাইট ।
15. CFC এর অন্যতম প্রধান উৎস কী ?
👉 শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্র ।
16. বায়ুমন্ডলিয় গোলযোগ দেখা যায় কোন স্তরে ?
👉 ট্রপোস্ফিয়ার স্তরে ।
17. দক্ষিন গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্ছলে বর্ষাকাল দেখা যায় কোন
সময়ে ?
👉 জুন-জুলাই মাসে ।
18. এলনিনো আবির্ভাবের বছরে উষ্ম সমুদ্রস্রোত কোথায় দেখা যায় ?
👉 পেরু-ইকুয়েডর উপকূলে ।
19. ভারতে মিথেন গ্যাসের প্রধান উৎস কী ?
👉 ধান চাষের জমি ।
Silicone Soft Electroplated TPU Screen Protective Case Cover for Samsung Galaxy Watch Active 2 44mm Smart Watch (Flexible|Black) |
20. নিরক্ষিয় জলবায়ু অঞ্ছলের একটি বৈশিষ্ট কী ?
Thank you sir,
ReplyDelete