আরোহন ও অবরোহন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য :
আরোহন প্রক্রিয়া | অবরোহন প্রক্রিয়া |
---|---|
1. বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পদার্থ নীচু স্থানে সঞ্ছিত হওয়াকে আরোহন প্রক্রিয়া বলে । | 1. ভূপৃষ্ঠের ওপর কোনো উঁচু জায়গা ক্রমাগত ক্ষয়ের ফলে সৃষ্ট সমতল ভূমিকে অবরোহন প্রক্রিয়া বলে । |
2. এই প্রক্রিয়ার অপর নাম স্তুপি করন । | 2. এই প্রক্রিয়ার অপর নাম ক্ষয়সাধন । |
3. এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় । |
3. এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় । |
4. প্রধান শক্তিগুলি হল - বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমেও সঞ্ছিত হয়ে থাকে । | 4. প্রধান শক্তিগুলি হল - নদী, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি । |
5. স্বাভাবিক বাঁধ, সৈকত ভুমি, বদ্বীপ, প্রভৃতি ভূমিরূপ গঠনে স্ঋষ্টি করে । | 5. 'V' আকৃতির নদী উপত্যকা, সমুদ্র ভৃগু, রসেমোতানে, প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি করে । |