চার্নোজেম মাটি ও পডসল মাটির মধ্যে পার্থক্য class12

  

 ☀ চার্নোজেম মাটি ও পডসল মাটির মধ্যে পার্থক্য

 👉


চার্নোজেম মাটি


পডসল মাটি


১. নাতিশীতষ্ম অঞ্ছলের মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্ছলে এই ধরনের মাটি গড়ে ওঠে ।১. উত্তর গোলার্ধে শীতল নাতিশীতষ্ম মন্ডলে সরল বরগিয় অঞ্ছলে এই ধরনের মাটি দেখা যায় ।
২. চার্নোজেম মাটি সাধারনত কালো রং এর মতো দেখতে  হয় ।২. পডসল মাটি চার্নোজেম মাটি সাধারনত ধূসর রং এর মতো দেখতে  হয় ।
৩. চার্নোজেম মাটির জল ধারন ক্ষমতা খুব বেশি ।৩. পডসল মাটির জল ধারন ক্ষমতা খুব কম ।
৪. চার্নোজেম মাটি পেডোক্যাল জাতীয় ।৪. পডসল মাটি পেডালফার জাতীয় ।
৫. চার্নোজেম মাটিতে প্রচুর পরিমানে জৈব পদার্থ, খনিজ দ্রব্য, দেখা যায় । এই কারনে এই মাটি খুব উর্বর ।৫. সরল বর্গিয় বনভূমির ফুল, ফল, পাতা ইত্যাদি পচে মাটির সৃষ্টি হওয়ার ফলে এই মাটি অম্লধর্মী ও অনুর্বর ।
৬. আমেরিকা যুক্তরাষ্টের পেইরি, ইউরেশিয়ার স্তেপ, অস্ট্রেলিয়ার ভেল্ড প্রভৃতি অঞ্ছলে চার্নোজেম মাটি দেখা যায় ।৬. সাইবেরিয়া, কানাডার উত্তরাংশে, ভারতের পার্বত্য অঞ্ছলে সরল বর্গিয় বনভূমি অঞ্ছলে পডসল মাটি দেখা যায় ।
৭. চার্নোজেম মাটিতে গম, ভুট্টা প্রভৃতি ফসল প্রচুর পরিমানে উৎপাদন করা যায় ।৭. পডসল মাটি উর্বর না হওয়ায়, এই মাটিতে সার প্রয়োগ করে আলু, তামাক, গম, শাক-সবজি প্রভৃতি চাষ করা হয় ।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.