☀ এলুভিয়েশন স্তর ও ইলুভিয়েশন স্তরের মধ্যে পার্থক্য লেখো ।
👉এলুভিয়েশন স্তর 'A' | ইলুভিয়েশন স্তর 'B' |
১. এলুভিয়েশন স্তর মাটির উপরের স্তরে সংগঠিত হয় । | ১. ইলুভিয়েশন স্তর মাটির নীচের স্তরে সংগঠিত হয় । |
২. এলুভিয়েশন স্তর থেকে খনীজ পদার্থ সংগৃহীত হয় । | ২. মৃত্তিকার ইলুভিয়েশন স্তর থেকে খনিজ পদার্থ সঞ্ছিত হয় । |
৩. এলুভিয়েশন স্তর গঠিত হয় রাসায়নিক ও যান্ত্রিক পদ্ধতিতে । | ৩. ইলুভিয়েশন স্তর প্রকৃতির উপর নির্ভরশীল । |
৪. এলুভিয়েশন হল অপসারন প্রক্রিয়া । | ৪. ইলুভিয়েশন স্তর সঞ্ছয় প্রক্রিয়া । |
৫. মৃত্তিকার এলুভিয়েশন স্তর খনিজ শূন্য হয় । | ৫. মৃত্তিকার ইলুভিয়েশন স্তর খনিজ বৃদ্ধ হয় । |
৬. এলুভিয়েশন প্রক্রিয়ায় মাটির উপরের রং হালকা হয় । | ৬.ইলুভিয়েশন প্রক্রিয়ায় নীচের স্তরের রং গাড় হয় । |