CBSE class 12 geography chapter 4 soil part 2022 || from mysite


WEST BEGL COUNCIL OF HIGHR 

SECONDARY EDUCATION  


চতুর্থ অধ্যায়

মৃত্তিকা





1) মৃত্তিকার সংজ্ঞা :-

          মৃত্তিকা বা মাটির প্রতিশব্দ Soil, এর উৎপত্তি লাটিন শব্দ Solum থেকে । যার অর্থ হল মেঝে বা ভূমি । অর্থাৎ মৃত্তিকার বুৎপত্তিগত অর্থ হল, ভূমি বা মেঝে সংক্রান্ত বিষয় ।

          রুশ মৃত্তিকা বিষারদ V.V.W. চের্ভ এর মতে ম্যত্তিকা হল - ভূপৃষ্ঠের উপর স্বধীন উপবায়োবীয় বিবর্তন মূল প্রকৃতিক বস্তু । যা একটি নিদ্দিষ্ট সময়কালের মধ্যে জৈব পদার্থে উৎপন্ন হয় ।

         মৃত্তিকা বিষারদ J.S. জ্যাকির মতে মৃত্তিকা হল - খনিজ ও জৈব পদার্থ দ্বারা গঠিত বিভিন্ন স্তর যুক্ত প্রকৃতিক বস্তু । যা প্রকৃতিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয় ।


 2) মৃত্তিকা বিজ্ঞান :-

        বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি, স্তরায়ন, উপাদান, ধর্ম, সৃষ্টির প্রক্রিয়া, মাটির জলবায়ুর সম্পর্ক, শ্রেণিবাভাগ, বন্টন, মৃত্তিকার ক্ষয় ও সংরক্ষন, উদ্ভিদ সম্পর্ক প্রভৃতি বিষয়ে যে বিজ্ঞান সম্পর্কিত আলোচনা করা হয় তাকে মৃত্তিকা বিভাজন বলে ।

      মৃত্তিকা বিভাজনের দুটি শাখা আছে । যথা - ১. পেডোলজি, ২. ইডাফোলজি


 পেডোলজি :-

    মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার উৎপত্তি, গঠন, গ্রথন, উপাদান, স্তরায়ন, সৃষ্টির প্রক্রিয়া, মৃত্তিকার ক্ষয় ও সংরক্ষন, প্রভৃতি বিষয়ে  আলোচনা করা হয়, তাকে মৃত্তিকা বিজ্ঞানে ভাষায় পেডোলজি বলে ।


ইডাফোলজি :-

     মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বিকাশ, বন্টন, সংরক্ষন, মাটির উর্বরতা, উৎপাদনশীলতা প্রভৃতি বিষয়ে গবেষনা বা আলোচনা করা হয় তাকে মৃত্তিকা বিজ্ঞানে ভাষায় ইডাফোলজি ভলে ।


 3) রেগলিথ কাকে বলে ?

 👉 আবহবিকারের প্রভাবে ভূত্বকের উপরে সমসত্ব বিশিষ্ট চূর্ণ - বিচূর্ণ, বিয়োজিত শিলায় যে শীথিল স্তর সৃষ্টি হয়, তাকে রেগলিথ বলে । রেগলিথ কোনো মাটি নয়, এইয়রেগলিথৃথেকে মাটির সৃষ্টি হয় ।


 4) মাটির খনিজ করন কাকে বলে ?

 👉 যে প্রক্রিয়ায় হিউমাস গঠনকারি বিভিন্ন খনিজ পদার্থ, লোহি, ফসফরাস প্রভৃতিতে রূপান্তরিত হয়ে পুনরায় মাটিতে মিশে যায় তাকে মাটির খনিজ করন বলে ।


 5) মাটির হিউমাস কাকে বলে ? 

 👉  সূক্ষ জীবানুরা বিভিন্ন জৈব-বর্জ্য-পদার্থকে বিয়োজিত ও সংশ্লেষিত করে যে কালো রঙের জটিল কলয়েঢাল পদার্থ সৃষ্টি করে তাকে মাটির হিউমাস বলে । মাটির হিউমাসের প্রধান উপাদানগুলি হল - কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সোডিয়াম, সালফার, ফসফরাস, প্রোটিন, ফ্যাট প্রভৃতি হিউমাস কলয়েঢ ধনাত্মক আয়ন যুক্ত । এর ক্যাটায়ন বিনিময় ক্ষমতা খুব বেশি । হিউমাস সংনমিত মাটির জলধারন ক্ষমতা ও উর্বরতাও বেশি ।


 6) মাটির হিউনিটিকেশন কাকে বলে ?

 👉 বিভিন্ন প্রকার উদ্ভিদ বা প্রানীর দেহাবশেষ মাটির ওপরের স্তরে জৈব পদার্থ হিসেবে জমা হয় । মাটি মধ্যস্থ অনুজীব বা সূক্ষ জীবানুরা এঈ হব উদ্ভিদ বা প্রানীর দেহাবশেষ এবং ঝরা পাতা এবং অন্যান্য জৈব পদার্থ বিয়োজিত করে তাকে হিউনিটিকেশন বলে । হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকেও হিউনিটিকেশন বলে । হিউনিটিকেশনকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে । যথা - (ক) বায়ুজীবি হিউনিটিকেশন, (খ) আম্লিক হিউনিটিকেশন, (গ) মরু অঞ্ছলের হিউনিটিকেশন, (ঘ) আদ্রক্রান্তিয় অঞ্ছলের হিউনিটিকেশন ।


 7) মাটির এলুভিয়েশন কাকে বলে ?

 👉 যে প্রক্রিয়ায় মাটির উপাদানগুলি ( খনিজ পদার্থ, লবন, প্রভৃতি ) দ্রবীভূত অবস্থায় মাটির উপর স্তর থেকে মাটির নীচের স্তরে অপসারিত হয় তাকে মাটির এলুভিয়েশন বলে । এর বলে মাটির ওপরের খনিজ স্তর লবন শূন্য হয় । এই স্তরকে 'A' দ্বারা চিহ্ন করা হয় ।


 8) মাটির ইলুভিয়েশন স্তর কাকে বলে ?

 👉 যে প্রক্রিয়ায় মাটির ওপরের স্তর থেকে অফসৃত হওয়া খনিজ পদার্থ দ্রবীভূত ভাষমান অবস্থায় মাটির নীচের স্তরে সঞ্ছিত হয় তাকে মাটির ইলুভিয়েশন স্তর বলে । মাটির এই স্তরকে 'B' দ্বারা চিহ্ন করা হয় ।


 9) মাটির উর্বরতা কী কী বিষয়ের উপর নির্ভরশীল ?

 👉 মাটির উর্বরতা যে যে বিষয়ের উপর নির্ভরশীল সেগুলি হল - মাটির গভীরতা, মাটির গঠন, মাটির সছিদ্রতা, মাটির আদ্রতা, মাটির পুষ্টি মূল, মাটির উষ্মতা, মাটির হিউমাস প্রভৃতি ।


 10) পেডালফার মাটি ও পেডোক্যাল মাটির পার্থক্য লেখো ।

 👉 Next Page



Label Name

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.