Class 12 ইতিহাস || SAQ || মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্নোত্বর


  Marks divition - 2




1. ফারুখশিয়ারের ফরমান কী ?
👉 ১৭১৭ খ্রিস্টাব্দে জন সুরম্যানের নেতৃত্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দল মােগল সম্রাট ফারুখশিয়ারের কাছ থেকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে ছাড়পত্র বা দস্তক লাভ করে তা ফরমান বা ফারুখশিয়ারের ফরমান নামে পরিচিত ।

2. অন্ধকূপ হত্যা কী ?
👉  সিরাজ উদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে 20 জুধ কলকাতা দখল করে 146 জন ইংরেজ সৈনকে 14x18 টি কক্ষে বন্দি করে রাখেন । এবং পরের দিন শ্বাস রুদ্ধ হয়ে 123 জনের মৃত্যু হয়, ইতিহাসে এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত ।

3. দেওয়ানি কী ?
👉  দেওয়ানি" বলতে বোঝায় এক ধরনের আদালত কে। এটি নাগরিকের শরীর ও সম্পত্তির অধিকার নিয়ে বিচার করে। অর্থাৎ ফৌজদারী আদালত ও সামরিক আদালত ব্যতীত যে সকল আদালত নাগরিকের অধিকার সংক্রান্ত মামলার বিচার করে থাকে তাকেই 'দেওয়ানি আদালত' বলা হয়।

4. দস্তক কী ? 
👉  মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 খ্রীস্টাব্দে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন এই ফরমান অনুসারে কম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনাশুল্কে বাণিজ্য বা অন্যান্য কিছু অধিকার পায় এটি ফারুকশিয়ার ফরমান বা দস্তক নামে পরিচিত ।

5. দ্দ্বৈত শাসন ব্যবস্থা কী ?
👉  1765 খ্রিস্টাব্দে বাংলায় দেওয়ানি লাভের ফলে কোম্পানি রাজস্ব আদায় ওদেওয়ানি সংক্রান্ত মামলার দায়িত্ব পায় । অন্য দিকে, বাংলার নবাবের হাতে থাকে আইন শৃঙ্খলার রক্ষা ও ফৌজদারি মামলা । ফলে বাংলায় দু-টি শাসকের জন্ম হয় । কোম্পানির হাতে থাকে দ্বায়িত্ব হীন ক্ষমতা এবং নবাবের হাতে থাকে ক্ষমতা হীন দ্বায়িত্ত, এই ব্যবস্থাকে দ্দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয় ।

6. পলাশির লুন্ঠন কী ? বা কাকে বলে ?
👉  পলাশির যুদ্ধের পর কোম্পানি ছল-বলে-কৌশলে বাংলা থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে তা নিজের দেশে পাঠাতে থাকে, ফলে বাংলার আর্থিক কাঠামো নষ্ট হয়েযেতে থাকে । এই লুন্ঠকে পলাশির লুন্ঠন বলে ।

7. সূর্যাস্ত আইন কী ?
👉  লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত, চিরস্থায়ি বন্দোবস্তের একটি শর্ত ছিল । যদি কোন জমিদার নিদিষ্ট দিনে সূর্যাস্তের আগে রাজস্ব জমা না দিতে পারে, তাহলে তার জমিদারি নিলামে উঠত, এই আইনি ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ।

8. অবশিল্পায়ন কাকে বলে ?
👉  কোম্পানির কর্মচারি দস্তকের অপব্যবহার করে ভারতের বাজারে শিল্যজাত দ্রব্য অবাদে ব্যবসা-বানিজ্য করতে থাকায়, কুটি শিল্পের ক্ষতি হয় । তাই একে অবশিল্পায়ন বলা হয়েছে ।

9. এজেন্সি ব্যবস্থা বলতে কী বোঝো ?
👉  এজেন্সি বলতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠাকে বোঝায় যারা তৃতীয় পক্ষ হিসেবে কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করে থাকে।

10. গ্যারান্টি প্রথা কী ?
👉  ব্রিটিশ কোম্পানিগুলিকে ভারতে রেলপথ স্থাপনে উৎসাহিত করার জন্য সরকার এই সময় কয়েকটি বিষয়ে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল, বিনামূল্যে জমিদান ও কোম্পানিকে বিনিয়োগ করা মূলধনের ওপর ৫ শতাংশ সুদ প্রদান। এই প্রতিশ্রুতিই 'গ্যারান্টি প্রথা' নামে পরিচিত ।

11. দাদন প্রথা কী ?
👉  দাদন কথাটির অর্থ হল অগ্রিম। রায়তি চাষ বা দাদনি চাষ বা বেএলাকা চাষ পদ্ধতিতে জমিতে নীল চাষের জন্য কৃষকদের বিঘা প্রতি 2 টাকা অগ্রিম বা দাদন দেওয়া হত, এই প্রথা দাদন প্রথা নামে পরিচিত ।

12. কর্নওয়ালিস কোর্ট কী ?
👉  ১৭৯৩ সালে ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ৪৮টি রেগুলেশন বা আইন জারি করেন। উক্ত রেগুলেশন সাধারণভাবে কর্নওয়ালিস কোড নামে পরিচিত। 

13. সম্পদের বহিরগমন বলতে কী বোঝো ?
👉  কোম্পানি বাংলা থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে তা নিজের দেশে পাঠাতে থাকে, সম্পদের দেশের বাইরে চলে যাওয়াকে সম্পদের বলে ।

14. কাও ও প্রথা কী ?
👉  কোনো বিদেশি চিন সম্রাটের দর্শন প্রর্থী হলে তাকে সম্রাটের সামনে নত হয়ে শ্রাষ্টাঙ্গে প্রনাম জানাতে হতো । এই ধরনের নিয়মকে কাও ও প্রথা বলা হয়েছে ।

15. ক্যান্টন বানিজ্য কী ?
👉  1769 খ্রিস্টাব্দে, এক নির্দেশ নামা দ্বারা বিদেশিরা একমাত্র চিনের ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে ব্যবসা-বনিজ্য করতে পারত । এই বন্দরকে কেন্দ্র করে বিদেশিরা যে প্রথার সূচনা করে তা ক্যান্টন বানিজ্য নামে পরিচিত ।

 16. জ্যোতি বা ফুলে কোনো বিখ্যাত ?
 👉 দক্ষিন ভারতের সর্বাপেক্ষ উল্লেখ যোগ্য ছিলেন এই জ্যোতি বা ফুলে । তিনি নারী শিক্ষার প্রসার ও ক্ষুদ্র সম্প্রদায়ের উন্নতির জন্য আজীবন চেষ্টা করে গেছেন ।

 17. ইলিগড় আন্দোলনের প্রধান লক্ষ কী ছিল ?
 👉 স্যার সৈয়দ আহমেদ প্রতিষ্টিত আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ ছিল, মুসলিম সমাজের পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটিয়ে কুসংস্কার মুক্ত করা ।

 18. জন স্মৃতি কী ?
 👉 ঐতিহিসিক বিবরনের তথ্য ও সাল, তারিখের ক্ষেত্রে যথার্থ প্রমান না থাকলে তাকে  জন স্মৃতি বলে । অন্য ভাবে বলা যায় সমাজে ঘটে যাওয়া কোনো ঘটনার মধ্যে সত্য বা মিথ্যা থাকে । অর্থাৎ, প্রকৃত পক্ষে - না দেখা ঘটনাকে আমরা জন স্মৃতি বলে থাকি ।

 19. জনস্রুতি কে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী ?
 👉 জনস্রুতিকে পাঁচ ভাগে ভাগ করা হয় । যথা - ১. পৌরানিক কাহিনী,  ২. কিংবদন্তি   ৩. লোক কথা,  ৪. স্মৃতি কথা,  ৫. মৌখিক ঐতিয্য ।

 20. মিথ বা উপকথা কাকে বলে ?
 👉 প্রাগৈতিহাসিক যুগে বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরন, যে ঐতিহাসিক উপাদান গুলিতে তুলে ধরা হয় তাকে মিথ বা উপকথা বলে । পৌরানিক কাহিনী বা মিথ হল প্রচীন কাল থেকে মুখে মুখে প্রচলিত ঐতিহাসিক দলিল ।


   More question👇



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.