👉পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উদ্ভূত দিকবিক্ষেপক বলকে কোরিওলিস বল বলে।1935 খ্রিস্টাব্দে গ্যাসপার. ডি. কোরিওলিস নামক পদার্থবিজ্ঞানী পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উদ্ভূত এই বলের কথা প্রথম বলেন বলে, একে কোরিওলিস বল বলে।এই বল সর্বদা স্বচ্ছন্দ গতিশীল বস্তু প্রবাহের অনুভূমিক দিকের সঙ্গে সমকোণে ক্রিয়া করে। (Future Point) ফলে পৃথিবীপৃষ্ঠে প্রবাহমান সব পদার্থেরই দিক বিক্ষেপ ঘটে অর্থাৎ পৃথিবীর সব পদার্থই পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যেতে চায়।তবে এর মধ্যে বেশিরভাগ পদার্থই এই বলকে এড়িয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীপৃষ্ঠে আটকে থাকলেও এই বলের প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিক পরিবর্তন ঘটে।এই কোরিওলিস বলের প্রভাবে নিয়ত বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত সমচাপ রেখার সমকোণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়।(Future Point) যেমন-এই কোরিওলিস বলের প্রভাবে নিরক্ষীয় শান্ত বলয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর-পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়। এই কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহের মত সমুদ্র স্রোতেরও দিক বিক্ষেপের ঘটনা ঘটে।

📖আরো পড়ুন👉












তৃতীয় অধ্যায়📖 প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ-

Image

"ভারতের সংবিধান" বিষয়ক 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর(পার্ট-I)


Image

"দিল্লির সুলতানি সাম্রাজ্য"(Part-1)


Image

🌐ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়-১

 

"প্রাচীন ভারতের ইতিহাস" বিষয়ক 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-I)


Image

"ভারতের ভূগোল" বিষয়ক 50 টি গুরুত্বপৃর্ণ প্রশ্নোত্তর(পার্ট-II).

Image

📖সম্পদের শ্রেণীবিভাগ করো📖