প্রাচীন ভারতের ইতিহাস || WEST BEGL COUNCIL OF HIGHR SECONDARY EDUCATION

 

WEST BENGAL COUNCIL OF HIGH SECONDARY EDUCATION



31) গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কি ছিল?

উঃদিনার।

32) গুপ্ত যুগে প্রচলিত তাম্রমুদ্রার নাম কি ছিল?

উঃচান্দ্রা।

33) কোন গুপ্ত সম্রাট "মহেন্দ্রাদিত্য" উপাধি গ্রহণ করেছিলেন?

উঃপ্রথম কুমার গুপ্ত।

34) নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন?

উঃগুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত।

35) নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন?

উঃইখতিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজী।

36) "সকলোত্তরপথনাথ" কাকে বলা হয়?

উঃহর্ষবর্ধন।

37) হর্ষবর্ধনকে কে "সকলোত্তরপথনাথ" উপাধিতে ভূষিত করেছিলেন?

উঃচালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী।

38) মণিমঙ্গলের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?

উঃ620 খ্রিস্টাব্দে, হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশী। এই যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন।

38) কোন চালুক্য সম্রাটের কাছে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন?

উঃদ্বিতীয় পুলকেশী।

39) হর্ষবর্ধনের সমসাময়িক গৌড় বঙ্গের রাজা কে ছিলেন?

উঃশশাঙ্ক।

40) ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?

উঃরাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ।

41) কন্নড় ভাষায় লেখা প্রথম কবিতা গ্রন্থের নাম কি?

উঃকবিরাজমার্গ।

42) "কবিরাজমার্গ" গ্রন্থটি কে রচনা করেন?

উঃরাষ্ট্রকূট অমোঘবর্ষ।

43) মহাবলী পুরমের রথ মন্দিরগুলি কোন রাজবংশের কীর্তি?

উঃপল্লব রাজবংশ।

44) মহাবলী পুরমের রথমন্দিরগুলি কে নির্মাণ করেছিলেন?

উঃপল্লব রাজ প্রথম নরসিংহবর্মন।

45) কোন পল্লব রাজা মহামল্ল নামে পরিচিত?

উঃপল্লব রাজ প্রথম নরসিংহবর্মন।

46) কোন বৌদ্ধ গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়?

উঃঅঙ্গুত্তরনিকায়।

47) কোন মহাজনপদ সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে হাতি ব্যবহার করেছিল?

উঃমগধ।

48) সিন্ধু সভ্যতার অর্থনীতির প্রধান ভিত্তি কি ছিল?

উঃকৃষিকাজ।

49) হরপ্পা সভ্যতার ঘরবাড়ি নির্মাণের প্রধান উপকরণ কি ছিল?

উঃপোড়া ইট।

50) হিদাস্পিসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ326 খ্রিস্টপূর্বাব্দে, আলেকজান্ডার ও পুরুর মধ্যে।

51) হিদাস্পিসের যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল?

উঃঝিলাম নদীর তীরে।

52) বিন্দুসারের রাজত্বকালে কোন গ্রিক রাষ্ট্রদূত ভারতে এসেছিলেন?

উঃডেইমাকাস।

53) বিন্দুসারের রাজত্বকালে ভারতে আগত রাষ্ট্রদূত ডেইমাকাস কোন সম্রাটের দূত ছিলেন?

উঃগ্রীক সম্রাট অ্যান্টিওকাস।

54) কোন মৌর্য সম্রাট "দেব নাম প্রিয়দর্শী" উপাধি গ্রহণ করেছিলেন?

উঃসম্রাট অশোক।

55) কোন সম্রাট কে শিলালিপির জনক বলা হয়?

উঃমৌর্য সম্রাট অশোক।

56) কোন গুপ্ত সম্রাট "বিক্রমাদিত্য" উপাধি গ্রহণ করেছিলেন?

উঃদ্বিতীয় চন্দ্রগুপ্ত।

57) কোন গুপ্ত সম্রাট "সিংহবিক্রম" উপাধি গ্রহণ করেছিলেন?

উঃদ্বিতীয় চন্দ্রগুপ্ত।

58) সমুদ্রগুপ্তের মায়ের নাম কি?

উঃকুমার দেবী।

59) "লিচ্ছবি দৌহিত্র" কাকে বলা হয়?

উঃসমুদ্রগুপ্তকে।

60) সমুদ্রগুপ্তকে "লিচ্ছবি দৌহিত্র" বলা হয় কেন?

উঃসমুদ্রগুপ্তের মা কুমার দেবী নেপালের লিচ্ছবি বংশের রাজকন্যা ছিলেন বলে সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়।

61) চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন?

উঃদ্বিতীয় চন্দ্রগুপ্ত।

62)" ফো-কুয়ো-কি" গ্রন্থটি কে রচনা করেছিলেন?

উঃফা হিয়েন।

63) সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি ছিল?

উঃহরিষেণ।

64) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?

উঃহরিষেণ।

65) এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় রচিত?

উঃসংস্কৃত ।



Next page


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.