প্রাচীন ভারতের ইতিহাস || WEST BENGAL COUNCIL OF HIGHR SECONDARY EDUCATION

  

WEST BENGAL COUNCIL OF HIGH SECONDARY EDUCATION



66) এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তিকাহিনী বর্ণিত আছে?

উঃসমুদ্র গুপ্ত।

67) কোন গুপ্ত সম্রাট "কবিরাজ"উপাধি গ্রহণ করেছিলেন?

উঃসমুদ্র গুপ্ত।

68) গুপ্ত রাজবংশের রাজকীয় প্রতীক কি ছিল?

উঃগরুড়।

69) পল্লব রাজাদের রাজধানীর নাম কি?

উঃকাঞ্চিপুরম।

70)" মত্তবিলাস প্রহসন" গ্রন্থটি কে রচনা করেন?

উঃপল্লবরাজ প্রথম মহেন্দ্রবর্মন।

71) কোন গুপ্ত সম্রাট "অপ্রতিরথ" গ্রহণ করেছিলেন?

উঃসমুদ্র গুপ্ত।

72) চালুক্য বংশের শেষ সম্রাট কে ছিলেন?

উঃদ্বিতীয় কীর্তি বর্মন।

73) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃদন্তিদুর্গ।

74) দন্তিদুর্গ কাকে পরাজিত করে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা করেছিলেন?

উঃচালুক্য বংশের শেষ সম্রাট দ্বিতীয় কীর্তবর্মনকে।

75) দন্তীদুর্গ কবে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ757 খ্রিস্টাব্দে।

76)" আইহোল প্রশস্তি" কে রচনা করেছিলেন?

উঃকবি রবিকীর্তি।

উঃ" আইহোল প্রশস্তি" তে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে?

উঃচালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী।

77) চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবি নাম কি?

উঃকবি রবিকীর্তি।

78) কোন গুপ্ত সম্রাট "পরাক্রমাঙ্ক", "বাঘ্র পরাক্রমাঙ্ক" ও "অশ্বমেধ পরাক্রমাঙ্ক" উপাধি গ্রহণ করেছিলেন?

উঃসমুদ্র গুপ্ত।

79) কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন?

উঃউড়িষ্যার গঙ্গ বংশীয় রাজা নরসিংহ দেব।

80) চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন পল্লব রাজার রাজত্বকালে কাঞ্চী পরিভ্রমণ করেছিলেন?

উঃপল্লব রাজ নরসিংহ বর্মন।

81) দাক্ষিণাত্যের চোল বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃবিজয়ালয়।

82) প্রথম জৈন সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উঃপাটলিপুত্র, 310 খ্রিস্টপূর্বাব্দে।

83) প্রথম জৈন সম্মেলনের সভাপতি কে ছিলেন?

উঃস্থুল ভদ্র।

84) কোন বংশের রাজারা "দৈবপুত্র" উপাধি গ্রহণ করতেন?

উঃকুষাণ বংশ।

85) সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল?

উঃপ্রতিষ্ঠান।

86) সাতবাহন রাজাদের রাজধানী প্রতিষ্ঠানের বর্তমান নাম কি?

উঃপৈঠান।

87) সাতবাহন রাজাদের রাজধানী প্রতিষ্ঠান কোন নদীর তীরে গড়ে উঠেছিল?

উঃগোদাবরী নদী।

88) হরপ্পা সভ্যতার কোথায় সতী প্রথার নিদর্শন আবিষ্কৃত হয়েছে?

উঃলোথাল।

89) হরপ্পা সভ্যতার কোথায় মাটির তৈরি চার চাকার গাড়ির মডেল আবিষ্কৃত হয়েছে?

উঃচানহুদারো।

90) হরপ্পা সভ্যতার কেন্দ্র চানহুদারো কোথায় অবস্থিত?

উঃপাকিস্তানের সিন্ধু প্রদেশে সিন্ধু নদের তীরে।

91) হরপ্পা সভ্যতার কোথায় ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেছে?

উঃসুরকোটদা ও ধোলাভিরা।

92) হরপ্পা সভ্যতার কোথায় লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে?

উঃকালিবঙ্গান।

93) ন্যায় দর্শনের প্রবক্তা কাকে বলা হয়?

উঃগৌতম।

94) যোগ দর্শনের প্রবক্তা কাকে বলা হয়?

উঃপতঞ্জলি।

95)" যোগসূত্র" গ্রন্থটি কে রচনা করেন?

উঃপতঞ্জলি।

96) তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির বা বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন?

উঃচোলরাজা প্রথম রাজারাজ।

97) তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির বা বৃহদেশ্বর মন্দির কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে?

উঃশিব।

98) বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু কোন গুপ্ত সম্রাটের রাজসভায় অলংকৃত করতেন?

উঃসমুদ্র গুপ্ত।

99) পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?

উঃ উড়িষ্যার গঙ্গ বংশীয় রাজা অনন্ত বর্মন চোড়গঙ্গ।

100) ভারতের প্রথম সংস্কৃত ভাষায় লেখা শিলালিপির নাম কি?

উঃজুনাগর শিলালিপি/গিলনর শিলালিপি।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.