21. ভারতের "সিলিকন ভ্যালি" নামে বিখ্যাত শহরটির নাম কী ?
👉 ব্যাঙ্গালুরু ।
22. কোন প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিত হয় ?
👉 আরোহন প্রক্রিয়ায় ।
23. ভৌমজনতলের উপর প্রবেশ্য শিনাস্তরের মধ্যদিয়ে বাহিত জলকে কী বলে ?
👉 ভাদোস জল ।
24. নরওয়ে উপকূল কোন প্রকার উপকূল ?
👉 ফিয়র্ড উপকূল ।
25. ডেভিসের ক্ষয় চক্র তত্ত্বে মোনিডনক গঠিত ড়য় কোন পর্যায়ে ?
👉 বির্ধক্য পর্যায়ে ।
26. মরুভূমি প্লায়াকে কেন্দ্র করে যে জল নিরগম প্রনালি গড়ে ওঠে তার নাম কী ?
👉 কেন্দ্রমুখী ।
27. মৃত্তিকা অনুক্রমের "A" স্তর থেকে "B" স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে কী বলে ?
👉 এলুভিয়েশন ।
28. নাতিশীতোষ্ম তৃনভূমি অঞ্ছলেকোন ভরগের মৃত্তিকা দেখা যায় ?
👉 মলিসল ।
29. পূর্ব চিন সাগরে সৃষ্ট ক্রান্তিয় ঘূর্ণীঝড় কী নামে পরিচিত ?
👉 টাইফুন
30. মধ্য অক্ষাংশীয় অঞ্ছলে মহাদেশের পশ্চিমে কোন জলবায়ু দেখা যায় ?
👉 ভূমধ্যসাগরীয় জলবায়ু ।
31. CFC - এর অন্যতম প্রধান উৎস কী ?
👉 শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্র ।
32. কোন জলবায়ু অঞ্ছলে জীববৈচিত্র সর্বাধিক ?
👉 নিরক্ষিয় বৃষ্টি অরন্যে ।
33. মনুষ্য সৃষ্ট একটি দুর্যোগের উদাহরন দাও ।
👉 পারমাণবিক বিস্ফোরন ।
34. তথ্য প্রযুক্তি কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়া কলাপের অন্তগত ?
👉 চতুর্থ ।
35. কোন শস্যকে কেন্দ্র করে ভারতে প্রথম সবুজ বিপ্লবের সূত্রপাত হয় ?
👉 গম ।
36. "নূন্যতম ব্যায় তত্বে" সমপরিবহন ব্যায় রেখাকে কী বলে ?
👉 আইসোটিম ।
37. ভারতে কারপাস উৎপাদক অঞ্ছলের বাইরে তৈরি পোশাক শিল্পের অবস্থান ও উন্নতির কারন কী ?
👉 ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতা ও বাজার ।
38. তৃতীয় স্তরেরে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তরগত বিষয় কী কী ?
👉 বিমা, বিজ্ঞাপন, পরিবহন ।
39. কোন ধরনের শ্রমিক পঞ্ছম স্তরেরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ?
👉 নীতিনির্ধারক ।
40. জন বিবর্তন মডেলে কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ?
👉 দ্বিতীয় পর্যায়ের ।
41. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর কোনটি ?
👉 মুম্বাই ।
42. ভারতের "সিলিকন ভ্যালি" কোন শিল্পের জন্য বিখ্যাত ?
👉 মাছ ।