41. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর কোনটি ?
👉 মুম্বাই ।
42. ভারতের "সিলিকন ভ্যালি" কোন শিল্পের জন্য বিখ্যাত ?
👉 মাছ ।
43. ভারতের জনগননা দপ্তরেরে সংজ্ঞা অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য কোনটি ?
👉 বিহার ।
44. ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক কত ?
👉 ›1
45. মিলেট জাতিয় ফসল কোন কৃষি পদ্ধতির প্রধান ফসল ?
👉 শুষ্ক কৃষি ।
46. ভারতের জীব বৈচিত্রের উষ্মবিন্দু কী বলে পরিগনিত হয় ?
👉 পশ্চিম ঘাট পর্বতের ক্রান্তিয় বৃষ্টি অরন্য ।
47. অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কী ?
👉 মোট অভ্যন্তরীন উৎপাদন ।
48. ভারতের একটি পরিকল্পিত অঞ্ছলের নাম কী ?
👉 দামোদর উপত্যকা অঞ্ছল ।
49. "হ্যারিকেন" নামক ক্রন্তিয় ঘূর্নীঝড়ের উৎপত্তি কোথা থেকে হয় ?
👉 ক্যারিবিয়ান সাগর থেকে ।
50. একটি আঞ্ছলিক মৃত্তিকার উদাহরন দাও ।
👉 পডজল ।
51. কোনো শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে কী বলে ?
👉 মহানগর ।
52. সুয়েজ খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে ?
👉 ভূমধ্য সাগর ও লোহিত সাগর ।
53. ভাতে "খাদ্য প্রক্রিয়াকরন শিল্পে" একটি অগ্রনী রাজ্যের নাম কী ?
👉 পশ্চিমবঙ্গ ।
54. ছত্তিশগড়ের প্রধান লৌহ- ইস্পাত শিল্পকেন্দ্রটির নাম কী ?
👉 ভিলাই ।
54. প্রশমিত মাটির PH এর মান কত ?
👉 7.0
55. গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয় ?
👉 কেন্দ্রভিমুখ ।
56. ভারতের "উদীয়মান শিল্প" কোনটি ?
👉 পেট্রোরসায়ন শিল্প ।
57. শ্রীলঙ্কায় যে ফসলটি "লিভিং ফার্মেসি" নামে পরিচিত, তার নাম কী ?
👉 ডাব ।
58. "চারনোজেম" মৃত্তিকা কোথায় দেখা যায় ?
👉 নাতিশীতষ্ম অঞ্ছলে ।
59. ক্ষুদ্র বা মাইক্রো অঞ্ছলের একটি উদাহরন দাও ।
👉 হলদিয়া ও ব্যাঙ্গালুরু ।
60. বাজাদা অঞ্ছলের ঢালের পরিমান কত হয় ?
👉 প্রায় 1° - 10° পর্যন্ত হয় ।