বাংলা চিত্রকলার ইতিহাসে পাল যুগের সংক্ষিপ্ত বিবরন দাও ।

বাংলা চিত্রশৈলতে পাল যুগের চিত্রকলার সংক্ষিপ্ত পরিচয় দাও ।



উত্তর :   তিব্বতি ঐতিহাসিক লামা তারানাথের বিবরণ থেকে জানা যায় অষ্টম ও নবম শতাব্দীতে পাল শাসক ধর্মপাল ও দেবপালের রাজত্বকালে বাংলার শিল্পকলা উন্নতির চরম শিখরে পৌঁছোয়; ধীমান ও বিটপাল পাথর আর ধাতুর ভাস্কর্য গড়ায় এবং চিত্রাঙ্কনে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন । যদিও শিল্পরীতির ক্ষেত্রে মধ্যে পার্থক্য ছিল । ধীমান উভয়ের ‘পূর্বদেশীয় রীতি’ এবং বিটপাল ‘মধ্যদেশীয় রীতি’ অনুসরণ করতেন । 

          পাল যুগের মিনিয়েচারের ফিগারগুলিতে ছন্দময় রেখা ও পরিপূর্ণ শারীরিক গঠন লক্ষ করা যায় । যা ভারতীয় ধ্রুপদি শিল্পরীতির বৈশিষ্ট্য বহন করে । এ যুগের মিনিয়েচারগুলি সমসাময়িক পাথর ও ধাতুর তৈরি মূর্তির মধ্যে খোদিত শিল্পরীতির অনুকরণে আঁকা হয়েছিল । খ্রিস্টীয় দশম ও একাদশ শতাব্দীতে পাল রাজা প্রথম মহিপালের আমলে তাল পাতার ওপরে চিত্রসংবলিত বৌদ্ধ গ্রন্থ ‘অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা’ পাণ্ডুলিপির বারোটি রঙিন চিত্র বঙ্গীয় চিত্রকলার প্রাচীনতম নিদর্শন । এর পরবর্তী দুশো বছরে আরও যেসব চিত্র সংবলিত পাণ্ডুলিপি পাওয়া যায়, সেগুলি পাল রাজাদের আমলে অলংকৃত বলে এগুলিকে ‘পালমিনিয়েচার’ বলে । পাল রাজাদের আমলেই বাঙালি জাতিসত্তার প্রথম বিকাশ ঘটেছিল – ছবি ও মূর্তিতে নতুন অভিব্যক্তি লক্ষ করা যায় । এ সময়ের শিল্পীরা পুরুষদেরও প্রায় নারীদের মতো করেই অঙ্কন করতেন । পুথিতে পাওয়া ছবির বিষয় ছিল গৌতম বুদ্ধের জীবনের প্রধান প্রধান ঘটনা, যেমন – জন্ম, বোধিলাভ, মহাপরিনির্বাণ ইত্যাদি । এ ছাড়াও যুদ্ধের নানা নাম ও মুদ্রার ছবিও আঁকা হয়েছিল ।

Label Name

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.