১৮. ‘আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে ? –কোন্ জিনিস আজ অবলপ্তির পথে ? এই অবলুপ্তির কারণ কী ? এ বিষয়ে লেখকের মতামত কী ?
উত্তরঃ ‘হারিয়ে যাওয়া কালি কলম’ রচনায় লেখক শ্রীপান্থ , আধুনিকতার
কালপ্রবাহে ক্রমশ অবলুপ্ত হতে চলা কলমের কথা উপরিউক্ত উদ্ধৃতাংশে বলতে
চেয়েছেন ।
নবীন বল-পেন দোয়াত, কালি, নিবের কলমের স্থান দখল করেছে
অনেক আগেই । বিজ্ঞানের ক্রমোন্নতির সোপান ধরে কম্পিউটারের কল্যাণে নবীন বল
-পেনও তার মহিমা হারাতে বসেছে । এযুগের নবীন লেখকেরা গোড়া থেকেই কম্পিউটারে
লিখতে অভ্যস্ত হয়ে পড়েছেন ।
কালপ্রবাহে কলমের অবলুপ্তিতে লেখক বিস্ময় প্রকাশ করেছেন
আশ্চর্য হয়েছেন । কলম ছাড়া লেখালেখির কথা কিছুকাল আগেও মানুষ ভাবতে পারেনি
। কলম আর লেখকের সম্পর্ক অবিচ্ছেদ্য , আলাদা করার কথা মানুষের মনেও আসত না ।
কম্পিউটারের কল্যাণে কলমের অবলুপ্তিতে লেখক বিপন্ন বোধ করছেন ।
তিনি মনে করছেন, কম্পিউটার যেন তাদের জাদুঘরে পাঠাবে
বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে । বাঁশের কলম, খাগের কলম ছেড়ে বল -পেনে আত্মসমর্পণ
করেও লেখক আজ বিপন্ন বোধ করেছেন । ‘যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য’
– এই হতাশাব্যঞ্জক চিন্তায় তিনি বিচলিত হয়ে উঠেছেন । কম্পিউটারের
বিশ্বব্যাপী প্রভাবে সর্বপ্রকার কলমের অবলুপ্তির কথা ভেবেই লেখক একইসঙ্গে
আশ্চর্য ও আতঙ্কিত হয়েছেন ।
🇮🇳Thank you sir.🇮🇳🤩🤩
ReplyDelete