আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে - বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো । আফ্রিকা কীভাবে বন্দি হল তা আলোচনা করো ।

৪. ‘আফ্রিকা’ কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে - বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো । আফ্রিকা কীভাবে বন্দি হল তা আলোচনা করো ।

উত্তরঃ  রবীন্দ্রনাথ কোনো ভূবিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন দার্শনিক কবি । তাইতো তাঁর হাতে বৈজ্ঞানিক বা ভৌগোলিক তত্ত্বও কাব্যিক রূপ পায় । আলফ্রেড ওয়েগেনারের মতে , বহুকাল আগে পৃথিবীতে একটিই মহাদেশ ছিল । টেকটনিক প্লেটগুলির নড়াচড়ার ফলে সেই স্থলভূমি বিছিন্ন হয়ে এক - একটি মহাদেশের সৃষ্টি হয়েছে । এই আফ্রিকা কবিতায় এশিয়া মহাদেশ থেকে আফ্রিকার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্লেটতত্ত্বকে তিনি যেভাবে সৃষ্টির আদিলগ্নের প্রলয়ের মোড়কে তুলে ধরেছেন তা অনবদ্য ।

        কবির মতে, সৃষ্টির আদিলগ্নে বিশ্বস্রষ্টা তাঁর নতুন সৃষ্টিকে যখন বারবার ভেঙে নতুন করে গড়ছিলেন তখনই সমুদ্র এসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে আফ্রিকাকে ।

      শক্তিশালী দেশগুলির তথাকথিত সভ্যসমাজ থেকে দুরে অরণ্যের গভীরে প্রকৃতির সমস্ত রহস্যময়তা আর প্রতিকূলতা নিয়ে আফ্রিকা ছিল তার নিজস্ব পরিমণ্ডলে । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শাসন আর শোষণে ভূলুণ্ঠিত হল আফ্রিকার আত্মসম্মান । সাধারণ মানুষের রক্তে আর কান্নায় ভিজে গেল সে - দেশের মাটি । সাম্রাজ্যবাদী শাসকের বুটের দাগ আফ্রিকার বুকে এঁকে দিয়ে গেল অপমানের স্থায়ী চিহ্ন । তাকে বন্দি হতে হল ঔপনিবেশিক সভ্যতার হাতে ।










পূর্ববর্তী প্রশ্ন

পরবর্তী প্রশ্ন 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.