আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথের কবিপ্রতিভার যে-দিকটি প্রকাশিত, তা কবিতা অবলম্বনে আলোচনা করো ।

৩. ‘আফ্রিকা’ কবিতায় কবি রবীন্দ্রনাথের কবিপ্রতিভার যে-দিকটি প্রকাশিত, তা কবিতা অবলম্বনে আলোচনা করো ।


উত্তরঃ  ‘আফ্রিকা’ কবিতায় রবীন্দ্রনাথ আফ্রিকার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির ওপর সাম্রাজ্যবাদের ভয়াবহ আঘাত সম্পর্কে মনোভাব ব্যক্ত করেছেন । কবিতাটিতে আফ্রিকার ভৌগোলিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের ওপর সাম্রাজ্যবাদী শক্তির আক্রমণ ধ্বংসলীলা এবং মনুষ্যত্বের অবক্ষয় প্রকাশিত হয়েছে । আফ্রিকার ইতিহাস সংস্কৃতির ওপর ।

      শ্রদ্ধাশীল কবি শুধুমাত্র সেখানকার শোষণ - পীড়নের কথা তুলে ধরেননি বরং আফ্রিকা তাঁর কাছে বিশ্বমানবতার প্রতীক হয়ে উঠেছে । তাই এই কবিতার ছত্রে ছত্রে ফুটে উঠেছে মানবিকতার নিদর্শন এবং আধুনিক সমাজ সম্পর্কে রবীন্দ্র দর্শন । আফ্রিকার উদ্ভব বিবর্তন ও বর্তমানের ছবি কবি গভীর মানবিকতার সঙ্গে তুলে ধরেছেন ।

       ‘লোহার হাতকড়ি নিয়ে’ ‘মানুষ - ধরার দল’, ‘সভ্যের বর্বর লোভ’  কিংবা ‘নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা’ ইত্যাদি শব্দবন্ধ ব্যবহার করে কবি সাম্রাজ্যবাদী শক্তির প্রতি ঘৃণা বর্ষণ করেছেন ।

        আবার, এই শাসকদের নিজ দেশে ঈশ্বর ও সুন্দরের আরাধনা প্রসঙ্গে কবি তাদের দ্বিচারিতার কথা বলেছেন । পশ্চিমি দুনিয়া যখন ক্ষমতার গর্বে ও আগ্রাসনের নেশায় মত্ত, কবি তখন মানবতার ওপর আস্থা রেখে ক্ষমা ও সহিষ্বতার ধর্মেই সভ্যতার উত্তরণ খুঁজেছেন ।
















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.