একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় রূপে; আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সংক্ষেপে আলোচনা করো ।

📌 একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় রূপে; আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সংক্ষেপে আলোচনা করো ।

👉🏼 একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় রূপে; আন্তর্জাতিক সম্পর্ক বিকাশ লাভ করে প্রথম বিশ্বযুদ্ধের পর । কিন্তু তার বহু আগে চিনে দার্শনিক মেনসিয়াস, ভারতের ম্যাকিয়াভেলি তাদের রচনা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মৌলিক চিন্তা ভাবনা তুলে ধরেছেন ।

  ১. জাতি রাষ্ট্রের উদ্ভব ও আন্তর্জাতিক সম্পর্ক :-
            ইউরোপের নবজাগরণ ও ধর্ম সংস্কার আন্দোলনের ফসল হলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা । ১৬৪৮ খ্রিস্টাব্দে ওয়েস্ট-ফেলিয়া চুক্তি পর আধুনিক জাতি রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় রেখে একে অপরের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক গড়ে তোলে । এর থেকে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্কের সূচনা ঘটে ।

  ২. শিল্পবিপ্লবে আন্তর্জাতিক সম্পর্ক :-
                 অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লব আন্তর্জাতিক বিকাশের ধারাকে ত্বরান্বিত করে । ইউরোপের রাষ্ট্রগুলির দখলকে কেন্দ্র করে রাষ্ট্রগুলি আরও কাছাকাছি চলে আসে । এই পর্যায়ছ জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদী, ধারণা গুলি সূত্রপাত ঘটে ।

  ৩. প্রথম বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক :-
                 প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্কের একটি শৃংখলাবদ্ধ ও বাস্তুনিষ্ঠ আলোচনা দেখা যায় । তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি উড্রোউইলসনের ১৪ দফা প্রস্তাব বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উদ্যোগের সাথে নতুন পর্যায়ের সূচনা করে ।

  ৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক :-
             দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাজনীতির আমূল পরিবর্তন ঘটে । আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে হাজার ১৯৪৫ সালে২৫ অক্টোবর, ৫১ টি রাষ্ট্রকে নিয়ে প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জো । মার্কিনের ( US ) নেতৃত্বে পুঁজিবাদী জোট ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট এই দুই ভাগে ভাগ হয়ে যায় । যার ফলে শুরু হয় ঠান্ডা যুদ্ধের ।

  ৫. নয়া বিশ্রব্যবস্থ ও আন্তর্জাতিক সম্পর্ক :-
            ১৯১১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটে । মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যে একমেরু বিশ্বের আত্মপ্রকাশ ঘটে । যারা রাষ্ট্র নয় অথচ রাষ্ট্রের মতো আন্তর্জাতিক সমাজকে প্রভাবিত করে সেইসব অরাষ্ট্রীয় সংস্থাগুলিকে আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা অন্তর্ভুক্ত করা হয় ।

  ৬. বিশ্বায়ন ও আন্তর্জাতিক সম্পর্ক :-
               অনেকে মনে করে বিশ্বায়নের যুগে রাষ্ট্রের সার্বভৌমিকতা সংকটাপন্ন । বর্তমান বিশ্ব বাণিজ্য সংস্থার ( W.T.O ) নির্দেশ মেনে রাষ্ট্রগুলিকে আর্থিক নীতি করতে হয় ।

উপসংহার :-
    আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন প্রক্রিয়া জাতি রাষ্ট্রের উদ্ভবের যুগে শুরু হয়ে বিশ্বায়নের এই যুগে এসেও থমকে যায়নি । বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক একটি গতিশীল বিষয়, তাই এই বিবর্তনের প্রক্রিয়া আজও চলমান ।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.