লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো ।

📌 লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো ।

 লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী :-
     ১. কংগ্রেস ও মুসলিম লিগ যুগ্মভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক সংস্কার দাবি করবে ।

      ২. মুসলিম লিগ কংগ্রেসের ‘স্বরাজ’ বা স্বায়ত্তশাসনের নীতি মেনে নেবে ।

        ৩. কংগ্রেসেও মুসলিম লিগের পৃথক নির্বাচন নীতির স্বীকৃতি জানাবে ।

       ৪. প্রাদেশিক আইনসভাগুলিতে এবং কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য -দের মধ্যে 1/3 ভাগ হবে মুসলিম প্রতিনিধি ।

        ৫. কংগ্রেস ও মুসলিম লিগের আলাদা নির্বাচন নীতি স্বীকৃতি পাবে ।

       ৬. কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার 4/5 অংশ নির্বাচিত ও 1/5 অংশ মনোনয়নের দাবি সরকারকে মানতে হবে বলে উভয়পক্ষের মধ্যে ঠিক হয় ।

       ৭. ইন্ডিয়া কাউন্সিল তুলে দেওয়ার জন্য উভয়ই ভারত সরকারের কাছে দাবি জানাবে ।

       ৮. প্রতিরক্ষা ও বিদেশনীতি ছাড়া অন্যান্য বিষয়গুলি ভারতীয়রাই নিয়ন্ত্রণ করবে । এটি কংগ্রেস ও মুসলিম লিগ যৌথভাবে সরকারের কাছে দাবি জানাবে ।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.