ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো || class 12 and collage student

📌 ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ।


ভূমিকা :-
     রাষ্ট্রপতি হলেন ভারতী রাষ্ট্র প্রশাসনের প্রধান । সংবিধানের ৫৪ থেকে ৫৫ নং ধারিয় বলা হয়েছে, রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান । সংশোদীয় শাসন ব্যবস্থায় রিষ্ট্রপতী হলেন "নামসর্বস্ব" শাসক ।
      সংশোদীয় শাসন ব্যবস্থা দুই প্রকার । সেগুলি হল — "নামসর্বস্ব" শাসক এবং "প্রকৃত" শাসক । ভারতের রাষ্ট্রপতী হলেন "নামসর্বস্ব" শাসক । তিনি মন্ত্রী সভার পরামর্শ অনুযায়ী সকল ক্ষমতা ভোগ করে থাকেন ।

রাষ্ট্রপতির ক্ষমতা :-
       ভারতের রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে । তার ক্ষমতাকে নিম্ন লিখিত ভাবে ভাগ করা যেতে পারে ।

 ক. শাসন সংক্রান্ত ক্ষমতা :-
            সংবিধানের ৫৩ নং ধারায় বলা হয়েছে, কেন্দ্রের যাবতীয় শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে । এই অধিকার বলে তিনি নীম্ন লিখিত শাসন ক্ষমতা প্রয়োগ করেন ।

   A. নিয়োগ ও অপসারন :-
            রাষ্ট্রপতি প্রধান মন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন । এছাড়াও তিনি 'অ্যার্টনি জেনারেল', 'নির্বাচন কমিশানার', 'রাজ্যপাল', 'সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের' বিচার পতিদের নিয়োগ এবং অপসারন করতে পারেন

  B. সামরিক ক্ষমতা :-
          রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ সামরিক ক্ষমতা রয়েছে । রাষ্ট্রপতি হলেন ভারতীয় সেনাবাহীনির সর্বাধিনায়ক । তিনি যুদ্ধ ও শান্তি ঘোষনার দ্বায়িত্ব পালন করে থাকেন ।

 খ. পররাষ্ট্র সংক্রান্ত ক্ষমতা :-
              রাষ্ট্রপতি, বিদেশে কূটনৈতিক প্রতিনিধি প্রেরন করার পাশাপাশি বিদেশি প্রতিনিধিদেরও গ্রহন করেন । আন্তর্জাতিক চুক্তি বা সন্ধি তাঁর নামে সাক্ষরিত হয় ।

 গ. আইন সংক্রান্ত ক্ষমতা :-
         রাষ্ট্রপতি, রাষ্ট্রের মধ্যে আইন সংক্রান্ত কিছু ক্ষমতার অধিকারী   তাঁর দ্বারা পরীচালিত ক্ষমতা গুলি হল —

   A. অধিবেশন আহ্বান :-
                রাষ্ট্রপতি পার্লামেন্টর অধিবেশনে আহ্বান এবং অধিবেশনে উদ্ভোদনী ভাষন দেন । সংবিধান অনুসারে পার্লামেন্টে অধিবেশন ডাকা, স্থগিত রাখা ও পার্লামেন্টের অধিবেশন ভেঙে দেওয়ার অধিকারী হলেন রাষ্ট্রপতি । এছাড়া পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে বিরোধ বাধলে যৌথ অধিবেশন ডাকতে পারেন ।

   B. বিলের অনুমোদন :-
             রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো বিল আইনে পরিনত হতে পারে না । তিনি কোনো বিলে সাক্ষর না করে পুর্নবিবেচনার জন্য  ফেরত পাঠাতে পারেন । তবে, রাষ্ট্রপতি অর্থ বিলের ক্ষেত্রে সম্মতি দিতে বাধ্য ।

   C. অর্ডিনান্স জারি :-
             "অর্ডিনান্স" - কথার অর্থ হল 'বিশেষ আদেশ' । পার্লামেন্টর অধিবেশন বন্ধ থাকা কালীন রাষ্ট্রপতি অর্ডনান্স বা জরুরি আইন জারি করতে পারেন । এই অর্ডনান্স সাধারন আইনের মতো কার্যকর হয় ।

   D. সংবিধান সংশোধন :-
                   সংবিধান সংশোধন সংক্রান্ত বিলে রাষ্ট্রপতির সাক্ষর ছাড়া ওই বিলটি সংশোধন করা যায় না ।

   ঘ. বিচার সংক্রান্ত ক্ষমতা :-
                 রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট -এর বিচার পতিদের নিয়োগ ও পদচ্যুত করতে পিরেন । এছাড়া তিনি কোনো দ্ন্ড প্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা এবং মৃত্যু দন্ড রোধ করতে পারেন ।

   ঙ. অর্থ সংক্রান্ত ক্ষমতা :-
              রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া ব্যয়-মঞ্জুরির প্রস্তাব সংসদে পেশ করা যায় না । আকস্মিক তহবিলের দায়িত্ব এবং হঠাৎ দরকারে খরচ তার উপর নির্ভরশীল । রাষ্ট্রপতি কেন্দ্র ও রাষ্ট্রের মধ্যে অর্থ বন্টনের নীতি নির্ধারনের জন্য তিনি কমিশন গঠন করেন ।

  চ. জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা :-
                রাষ্ট্রপতি তিন ( 3/৩ ) ধরনের জরুরি অবস্থা ঘোষনা করতে পারেন । সেগুলি হল – ১. জাতীয় অবস্থা ঘোষনা ( ৩৫২ নং ধারা ),  ২. রাজ্যের শাসন তান্ত্রিক আচারন ঘোষনা ( ৩৫৬ নং ধারা ),  ৩. আর্থিক জরুরি অবস্থা ঘোষনা ( ৩৬০ নং ধারা ) ।


 রাষ্ট্রপতির পদমর্যাদা :-
          কোনো কোনো রাজনীতি বিদ রাষ্ট্রপতিকে প্রকৃত ক্ষমতার অধিকারী বলেছেন । আবার কেউ কেউ রাষ্ট্রপতিকে প্রকৃত ক্ষমতার অধিকারী বলেলনি ।

      যারা বলেছেন, তাদের মতে — 
 ১. সংবিধানের ৫৩ নং ধারায় বলা হয়েছে কেন্দ্রের শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে ।
 ২. রাষ্ট্রপতি নিজের ইচ্ছে মতো রাষ্ট্রর প্রধান মন্ত্রীকে নিয়োগ করেন ।
 ৩. রাষ্ট্রপতি অর্ডনান্স বা জরুরি অবস্থা জারি করতে পারেন ।
 ৪. সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নিতে পারেন ।

      যারা রাষ্ট্রপতিকে প্রকৃত ক্ষমতার অধিকারী বলেননি, তাদের মতে —
 ১. রাষ্ট্রপতিকে প্রধান মন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয় ।
 ২. মন্ত্রী সভার পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি জরুরি অবস্থা বা অর্ডনান্স জিরি করতে পারেন না ।
 ৩. মন্ত্রীসভা - লোক সভার কাছে দায়ী থাকে, রাষ্ট্রপতির কাছে নয় ।
 ৪. রাষ্ট্রপতি যদি প্রকৃত ক্ষমতার অধিকারী হতেন তাহলে, মন্ত্রীসভা তার কাছে দায়ী থাকত ।


 মূল্যায়ন :-
     একথা সত্য যে, রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার অধিকারী নয় । কেনোনা, তাকে প্রধান মন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হয় । বর্তমানে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্ব বৃত্তি পাচ্ছে । তবে রাষ্ট্রপতির প্রভাব ও পদমর্যাদা ও তার দক্ষতা ও ব্যক্তিত্বের ওপর নির্ভর করে ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.