বিভাব
~~শম্ভু মীত্র~~
📌 "এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না" — জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন ? এবং শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল ?
👉 শম্ভু মিত্রের লেখা 'বিভাব' নাটকে জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা ঘরের বাইরে এসেছিলেন । নাট্যকার বলেছিলেন এই চার দেওয়ালের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না — হাসিও পাবে না সুতরাং চলো বাইরে হাসির খোরাক – পপুলার জিনিস পাবে ।
মধ্যবিত্তের আরামপ্রিয় গৃহ, পরিবেশের জীবনকে উপলব্ধি করা যায় না । গৃহপরিবেশ থেকে বাইরে বের হলেই মানুষ দেখতে পাবে কিভাবে সাধারণ মানুষ না খেতে পেয়ে মরছে অর্থাৎ, দেশ স্বাধীনতা । জীবনকে উপলব্ধি করার জন্য কবি রাস্তায়, ফুটপাতে, সাধারণ মানুষের কাছে গিয়েছিলেন ।
নাটকের শেষে দেখা যায় কিছু ভুখা-নাঙ্গা মানুষ পুলিশের দিকে – "চাই চাই, কাপড় চাই" বলে এগিয়ে আসতে থাকে । পুলিশ না খেতে পাওয়া মানুষের মিছিলকে বাধা দেয়, পুলিশের গুলিতে শোভাযাত্রা থেকে একটা গান শোনা যায় । অর্থাৎ, শোভাযাত্রীদের গুলি লেগেছে বুঝতে পারেন ।জীবনের প্রকৃত অর্থ রয়েছে সাধারণ মানুষের জীবন যন্ত্রণার মধ্যে তাই অসহায় মানুষের মৃত্যু ঘটেছে ।
শাসকশ্রেণীর উদাসীনতায় নিরন্তর অত্যাচারের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষের যন্ত্রণা কে এই ঘরের মধ্যে থেকে উপলব্ধি করা যাবে না বলে কবি মনে করেছেন ।