সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য :
Distinction between Flexible and Rigid Constitutions :
সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে কতকগুলি পার্থক্য নিরূপণ করা যেতে পারে । পার্থক্যগুলি হল
:—
সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্থক্য :
সুপরিবর্তনীয় সংবিধানে আইনসভা সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সংবিধান সংশোধন করতে পারে
।
কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধানে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সংবিধান সংশোধন করা সম্ভব হয় না
।
সাংবিধানিক আইন ও সাধারণ আইনের মধ্যে পার্থক্য:
সুপরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মধ্যে কোনোরূপ পার্থক্য নিরূপণ
করা হয় না ।
কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধানে সাধারণ আইন এবং সাংবিধানিক আইনের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়
।
আইনের উৎসগত ক্ষেত্রে পার্থক্য :
সুপরিবর্তনীয় সংবিধানে সাধারণ আইন ও সাংবিধানিক আইনের উৎস এক এবং অভিন্ন ।
কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক
আইনের উৎস সাধারণ আইনের উৎসের মতো নয় ।
লিখিত ও অলিখিতের ক্ষেত্রে পার্থক্য :
দুষ্পরিবর্তনীয় সংবিধান মাত্রেই লিখিত হয় ।
কিন্তু সুপরিবর্তনীয় সংবিধান লিখিত এবং অলিখিত – দুই-ই হতে পারে ।
সার্বভৌমিকতাগত ক্ষেত্রে পার্থক্য :
সুপরিবর্তনীয় সংবিধানে আইনসভাই সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী । এরূপ সংবিধানে
আইনসভার কার্যাবলি নিয়ন্ত্রণ করার জন্য উচ্চতর আইন থাকে ।
কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধানে আইনসভাকে সংবিধানের নিয়ন্ত্রণাধীনে থেকে আইন প্রণয়ন করতে হয়
এক্ষেত্রে সংবিধান হল সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী ।
বিচার বিভাগের প্রাধান্যগত ক্ষেত্রে পার্থক্য :
সুপরিবর্তনীয় সংবিধানে যেহেতু আইনসভাই সার্বভৌম কর্তৃত্বের অধিকারী, সেহেতু আইনসভা -
প্রণীত আইনের যাথার্থ্য নিরূপণ করার ক্ষমতা বিচার বিভাগের থাকে না ।
কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য বিশেষভাবে পরিলক্ষিত হয় । আইনসভা
সংবিধান - বিরোধী কোনো আইন প্রণয়ন করলে বিচার বিভাগ তা বাতিল করে দিতে পারে ।
উপসংহার :
লাওয়েল ( Lowell ) - এর মতে, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়
সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত পার্থক্য মাত্র ; মূলগত পার্থক্য নয়।
বিশ্লেষণ করে বলা যায়, কোনো একটি সংবিধান সুপরিবর্তনীয়, না দুষ্পরিবর্তনীয়, তা
কেবল তার সংশোধন পদ্ধতির মাপকাঠিতে বিচার করে বলা হয় না । উদাহরণ হিসেবে বলা
যায়, শাসকশ্রেণির প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অতি মাত্রায়
দুষ্পরিবর্তনীয় সংবিধানও ১৭৯১ সালে ১০ বার সংশোধিত হয়েছিল।