পেডালফার মাটি ও পেডোক্যাল মাটির পার্থক্য

 

পেডালফার মাটি ও পেডোক্যাল মাটির পার্থক্য লেখো ।

 👉

পেডালফার মাটিপেডোক্যাল মাটি
১. বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্ছলে ভৌত প্রক্রিয়ায় ক্যালশিয়াম অপসারিত হয়ে কেবল অ্যালুমনিয়াম ও লৌহ অক্সাইড পড়ে থাকে, সেখানে এই মাটি গঠিত হয় ।১. কম বৃষ্টিপাত যুক্ত অঞ্ছলে বাষ্পিভবনের পরিমান বেশি হলে ক্যিলশিয়াম, কার্বন ও লবনের কৌশিক প্রক্রিয়ায় মাটির নীচের স্তর থেকে মাটি, উপরের স্তরে উঠে এসে এই পেডোক্যাল মাটি গঠিত হয় ।
২. পেডালফার মাটিতে অম্লত্বের পরিমান বেশি ।২. পেডোক্যাল মাটিতে ক্ষারের পরিমান বেশি ।
৩. পেডালফার মাটি গঠিত হয় আদ্র অঞ্ছলে ।৩. পেডোক্যাল মাটি গঠিত হয় শুষ্ক অঞ্ছলে ।
৪. পেডালফার মাটি গঠিত হয় অনুশ্রাবনের জলে ।৪. পেডোক্যাল মাটি গঠিত হয় কৌশিক প্রক্রিয়ায় ।
৫. পেডালফার মাটির উর্বর ক্ষমতা কম ।৫. পেডোক্যাল মাটির উর্বর জ্ঞমতা বেশি ।
৬. পেডালফার মাটিতে লোহা ও অ্যালুমিনিয়ামের পরিমান বেশি ।৬. পেডোক্যাল মাটিতে ক্যালশিয়ামের পরিমান বেশি ।
৭. পেডালফার মাটিতে PH এর মান 7 এর কম ।৭. পেডোক্যাল মাটিতে PH এর মান 7 এর বেশি ।
৮. পডজল, ল্যাটেরাইট পেডালফার মাটির উদাহরন ।৮. চার্নোজেন, সিরোজেন পেডোক্যাল মাটির উদাহরন ।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.