সংক্ষিপ্ত প্রশ্নোত্তর " Part - 2 " —
By Mysite
👉 1772 খ্রিস্টাব্দে, লর্ড ওয়ারেন হেস্টিং ।
22. কেকবে চিরস্থায়ি বন্দোবস্ত চালু করেন ?
👉 1793 খ্রিস্টাব্দে, লর্ড কর্নওয়ালিস ।
23. কোন আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে ?
👉 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে ।
24. কোন আইনে, ভারতে কোম্পানির একচেটিয়া বানিজ্যের অবসান ঘটৈ ?
👉 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ।
25. বোর্ড অফ রেভিনিউ কে কবে গঠন করেন ?
👉 1786 খ্রিস্টাব্দে, লর্ড ওয়ারেন হেস্টিং ।
26. আমিনি কমিশন কে কবে গঠন করেন ?
👉 ওয়ারেন হস্টিং 1776 খ্রিস্টাব্দে ।
27. কবে কোথায় রাওত ওয়ারি বন্দোবস্ত চালু হয় ?
👉 1820 খ্রিস্টাব্দের মোম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সিতে ।
28. কবে কোথায় মহনওয়ারি বন্দোবস্ত চালু হয় ?
👉 1833 খ্রিস্টাব্দে, ভারতে ।
29. ভারতে কবে কোথায় পাট কল চালু হয় ?
👉 1855 খ্রিস্টাব্দে, হুগলি জেলার রিসড়ায় ।
30. ভারতে প্রথম রেল পথ কে কবে স্থাপন করেন ?
👉 লর্ড ডালহৌসি, 1853 খ্রিস্টাব্দে ।
31. কলকাতা নগর, কে কবে স্থাপন করেন ?
👉 জর্জ চার্নপ, 1690 খ্রিস্টাব্দে ।
32. বেঙ্গল ক্যেমিক্যাল কে কবে প্রতিষ্টা করেন ?
👉 আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, 1901 খ্রিস্টাব্দে ।
33. বন্দি বাসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
👉 1760 খ্রিস্টাব্দে, ইংরেজ ও ফরাসিদের মধ্যে ।
34. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
👉 লর্ড ক্যানিং, 1909 ।
35. ভাইসরয় কথার অর্থ কী ?
👉 রাজ প্রতিনিধি ।
36. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করেছিল ?
👉 1765 খ্রিস্টাব্দে ।
37. অধিনতা মূলক মিত্রতার নীতি কে কবে প্রবর্তন করেন ?
👉 1798 খ্রিস্টাব্দে, লর্ড ওয়েলেসলি ।
38. স্বত্ব বিলোপ কে কবে চালু করেন ?
👉 লর্ড ডালহৌসী স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন। ডালহৌসী স্বত্ববিলোপ দত্তক প্রথা প্রয়োগ করার ব্যাপারে, তিনি দেশীয় রাজ্যগুলিকে তিন শ্রেণীতে ভাগ করেন, যথা – (১) কোম্পানির সৃষ্ট দেশীয় রাজ্য; (২) কোম্পানির অধীনে করদ রাজ্য এবং (৩) স্বাধীন দেশীয় রাজ্য ।
39. দ্বৈত শাসন ব্যবস্থা কে কবে চালু করেন ?
👉 লর্ড ক্লাইভ, 1765 খ্রিস্টাব্দে ।
40. ভারতীয় পেনাল কোট কার সময়কালে রচিত হয় ?
👉 লর্ড বেন্টিং ।