ক্ষীরের পুতুল || অবনীন্দ্রনাথ ঠাকুর || My site

       ক্ষীরের পুতুল - অবনীন্দ্রনাথ ঠাকুর




কাহিনী সংক্ষেপ : এক রাজার দুই রানী। দুও আর সুও। রাজামশায় বাণিজ্য গেলে নিয়ে আসলেন সুওরাণীর জন্য গয়না আর শাড়ী এবং দুওরানীর কথামতো নিয়ে আসলেন বানর ছানা। সেই বানর কী করে রাজার মন ফেরাল বড় রানীর দিকে, কী করে দুওরানীর কোলে এনে দিল সত্যিকারের রাজপুত্র, কী করেই বা হিংসুটে সুওরানীকে ভোগ করাল যাবতীয় পাপের শাস্তি - তাই নিয়েই এক অবাক করা রূপকথা, 'ক্ষীরের পুতুল' ।         

                                              ক্ষিরের পুতুল :
                                                     গল্পটি পড়ুন :-     Click hear 

pdf ডাউনলোড করুন :-     Click hear  


সতর্কতা : বইটি শিশু-কিশোররা পড়বে এটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌঁছে দেওয়ার। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলা ভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.