দশম শ্রেণীর ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর



1)ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী?
লাদাখ।
2)কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়?
থাঞ্জাভুর।
3)লোখটাক  হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
মণিপুর।
4)ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি?
বোম্বে হাই
5)আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
সপ্তম।
6)ভারতের চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
নেলোর।
7)হোসিয়ারি শিল্পের জন্য ভারতের কোন শহর বিখ্যাত?
লুধিয়ানা।
8)10 লক্ষের অধিক জনসংখ্যাবিশিষ্ট পৌরবসতিকে কী বলে?
মহানগর।
9)ভারতে বর্তমানে মহানগরের সংখ্যা কটি?
53 টি।
10)ভারতের ডেট্রয়েট কাকে বলে?
চেন্নাই
11)গোপীনাথ বরদৈল বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত?
আসাম
12)কোন কোন পর্বতশ্রেনীর মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত?
জাস্কার ও পিরপাঞ্জাল।
13)পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
সান্দাকফু
14)আরব সাগরের রাণী কাকে বলা হয়?
কোচি।
15 )গুজরাটের 'আনন্দ' বিখ্যাত কেন?
দুগ্ধ শিল্প।
16)রোটাং পাস কোন রাজ্যে অবস্থিত?
হিমাচল প্রদেশ।
17)গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কোন হ্রদ অবস্থিত?
কোলেরু
18)ভারতের কোথায় প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল?
তামিলনাড়ুর পোর্টনোভা,1830 খ্রীঃ।
19)ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী?
গোয়া
20)ঝাড়খন্ডের যদুগোড়া কোন খনিজ সম্পদ উত্তোলনের জন্য প্রসিদ্ধ?
ইউরেনিয়াম
21)পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
☞ কেরালা।
22)গারো  পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
নকরেক
23)ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
ওড়িশা।
24) ভারতের উত্তরতম স্থানের নাম কি?
ইন্দিরাকল।
25)ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি?
NH-44.
26)দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম?
☞ রূপনারায়ন।
27)NTPC  কবে স্থাপিত হয়?
☞1975 খ্রিস্টাব্দে।
28)হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
মুসি।
29)হায়দ্রাবাদের যমজ শহর এর নাম কি?
সেকেন্দ্রাবাদ ।
30)ভারতের অধিকাংশ  লৌহ আকরিক কোন বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয়?
মার্মাগাঁও।
31 ছোটনাগপুর মালভূমির উচ্চতম অংশের নাম কি?
পরেশনাথ পাহাড়
32)ভারতের বৃহত্তম  রাসায়নিক সার তৈরির কারখানা কোথায় অবস্থিত?
☞ সিন্ধ্রিতে।
33)আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
স্যাডল পিক।
34)ভারত ও চীনের সীমারেখার নাম কি?
ম্যাকমোহন লাইন
35)ভারতের উচ্চতম শহরের নাম কি?
লে।
36)ভারতের কোন রাজ্যকে "ক্ষুদ্র স্বর্গ" বলা হয়?
মণিপুর।
37)গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন দু-একটি ঘর নিয়ে গঠিত ক্ষুদ্র গ্রাম বা উপগ্রাম কে কী বলে?
হ্যামলেট।
38)50 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরবসতিকে কি বলে?
মেগাসিটি
39)কোন কৃষিজ ফসলের স্থানীয় নাম মারুয়া?
রাগি
40)জাহাজ মহল কোথায় অবস্থিত?
উদয়পুর।
41)পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল কি?
ন্যাপথা।
42)ওখা বন্দর কোন রাজ্যে অবস্থিত?
গুজরাট।
43)ভারতের কোন বন্দর ডলফিন নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত?
☞ বিশাখাপত্তনম।
44)পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
বর্ধমান জেলার চিত্তরঞ্জন।
45)কোন স্থানের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়?
এলাহাবাদ
46)ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত?
হায়দ্রাবাদ।
47)রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে?
পশ্চিম জার্মানি।
48)টোডা উপজাতি মানুষেরা কোথায় বসবাস করে?
নীলগিরি পার্বত্য অঞ্চলে।
49)ভীমা, কয়না ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী?
 কৃষ্ণা নদী।
50)ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি?
রাজস্থানের সম্বর হ্রদ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.