1)ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী?
☞লাদাখ।
2)কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়?
☞থাঞ্জাভুর।
3)লোখটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
☞মণিপুর।
4)ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি?
☞বোম্বে হাই।
5)আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
☞সপ্তম।
6)ভারতের চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
☞নেলোর।
7)হোসিয়ারি শিল্পের জন্য ভারতের কোন শহর বিখ্যাত?
☞লুধিয়ানা।
8)10 লক্ষের অধিক জনসংখ্যাবিশিষ্ট পৌরবসতিকে কী বলে?
☞মহানগর।
9)ভারতে বর্তমানে মহানগরের সংখ্যা কটি?
☞53 টি।
10)ভারতের ডেট্রয়েট কাকে বলে?
☞চেন্নাই।
11)গোপীনাথ বরদৈল বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত?
☞আসাম।
12)কোন কোন পর্বতশ্রেনীর মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত?
☞জাস্কার ও পিরপাঞ্জাল।
13)পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
☞সান্দাকফু।
14)আরব সাগরের রাণী কাকে বলা হয়?
☞কোচি।
15 )গুজরাটের 'আনন্দ' বিখ্যাত কেন?
☞দুগ্ধ শিল্প।
16)রোটাং পাস কোন রাজ্যে অবস্থিত?
☞হিমাচল প্রদেশ।
17)গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কোন হ্রদ অবস্থিত?
☞কোলেরু।
18)ভারতের কোথায় প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল?
☞তামিলনাড়ুর পোর্টনোভা,1830 খ্রীঃ।
19)ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী?
☞গোয়া।
20)ঝাড়খন্ডের যদুগোড়া কোন খনিজ সম্পদ উত্তোলনের জন্য প্রসিদ্ধ?
☞ইউরেনিয়াম।
21)পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
☞ কেরালা।
22)গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
☞নকরেক।
23)ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
☞ওড়িশা।
24) ভারতের উত্তরতম স্থানের নাম কি?
☞ইন্দিরাকল।
25)ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি?
☞NH-44.
26)দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম?☞ রূপনারায়ন।
27)NTPC কবে স্থাপিত হয়?
☞1975 খ্রিস্টাব্দে।
28)হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
☞মুসি।
29)হায়দ্রাবাদের যমজ শহর এর নাম কি?
☞সেকেন্দ্রাবাদ ।
30)ভারতের অধিকাংশ লৌহ আকরিক কোন বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয়?
☞মার্মাগাঁও।
31 ছোটনাগপুর মালভূমির উচ্চতম অংশের নাম কি?
☞পরেশনাথ পাহাড়।
32)ভারতের বৃহত্তম রাসায়নিক সার তৈরির কারখানা কোথায় অবস্থিত?
☞ সিন্ধ্রিতে।
33)আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
☞স্যাডল পিক।
34)ভারত ও চীনের সীমারেখার নাম কি?
☞ম্যাকমোহন লাইন।
35)ভারতের উচ্চতম শহরের নাম কি?
☞লে।
36)ভারতের কোন রাজ্যকে "ক্ষুদ্র স্বর্গ" বলা হয়?
☞মণিপুর।
37)গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন দু-একটি ঘর নিয়ে গঠিত ক্ষুদ্র গ্রাম বা উপগ্রাম কে কী বলে?
☞হ্যামলেট।
38)50 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরবসতিকে কি বলে?
☞মেগাসিটি।
39)কোন কৃষিজ ফসলের স্থানীয় নাম মারুয়া?
☞রাগি।
40)জাহাজ মহল কোথায় অবস্থিত?☞উদয়পুর।
41)পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল কি?
☞ন্যাপথা।
42)ওখা বন্দর কোন রাজ্যে অবস্থিত?
☞গুজরাট।
43)ভারতের কোন বন্দর ডলফিন নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত?
☞ বিশাখাপত্তনম।
44)পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
☞বর্ধমান জেলার চিত্তরঞ্জন।
45)কোন স্থানের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়?
☞এলাহাবাদ।
46)ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত?
☞হায়দ্রাবাদ।
47)রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে?
☞পশ্চিম জার্মানি।
48)টোডা উপজাতি মানুষেরা কোথায় বসবাস করে?
☞নীলগিরি পার্বত্য অঞ্চলে।
49)ভীমা, কয়না ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী?
☞ কৃষ্ণা নদী।
50)ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি?
☞রাজস্থানের সম্বর হ্রদ।