মৌলিক অধিকারসমূহ (Funda-mental Rights)

ভারতীয় সংবিধানের ধারাসমূহ (১২-৩৫) - Articles of the Indian Constitution are discussed in detail (12-35)



  • মৌলিক অধিকারসমূহ (Funda-mental Rights)

12. রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনা।
13. মৌলিক অধিকারগুলির সাথে সঙ্গতিহীন আইন অথবা মৌলিক অধিকা রগুলিকে খর্বকরে এমনআইন বাতিলযােগ্য।
14. সাম্যের অধিকার।
15. জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, জন্মস্থা ন ইত্যাদি নির্বিশেষে যে-কোনাে প্রকার বৈষম্যকে নিষিদ্ধকরণ।
16. সরকারী চাকুরীলাভের ক্ষেত্রে সকল নাগরিকদের সমান সুযােগ-সুবিধা প্রদান।
17. অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ।
18. পদবী গ্রহণ নিষিদ্ধকরণ।
19.  (i) বাক্ ও মতামত প্রকাশের অধিকার।
       (ii) শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ারঅধিকার।
       (iii) সমিতি বা সংঘ গঠনের অধিকার।
       (iv) ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার।
       (v) ভারতের ভূখণ্ডের যে-কোনাে
অংশে বসবাস করার অধিকার।
       (vi) যে-কোনাে বৃত্তি অবলম্বন করার, অথবা যে-কোনাে উপজীবিকা, ব্যবসা-বাণিজ্য চালানাের অধিকার।
20. কোনাে অপরাধের জন্য নাগরিককে বিধিবহির্ভূত ও অতিরিক্ত শাস্তিপ্রদা ন করা যাবে না।
21. জীবন ও ব্যাক্তিগত স্বাধীনতার সং রক্ষণ।
21 A. প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতিপ্রদান।
22. গ্রেপ্তার ও আটক রাখার বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা। কোনাে ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সত্বর তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে।
23. বলপ্রয়ােগের দ্বা রা পরিশ্রম করানাে, বেগার খাটানাে নিষিদ্ধকরণ।
24. ১৪ বছরের কম বয়স্ক শিশুদের কলকারখানা, খনি বা অন্য কোনাে বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ।
25. সকল ব্যক্তিই সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্মস্বীকার, ধর্মাচরণ এবং ধর্মপ্রচারের স্বাধীনতা ভােগ করবে।
26. প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় বা গােষ্ঠী নিজের ধর্মীয় সংগঠন ও কার্যাদি পরিচালনা করতে পারবে।
27. ধর্মীয় কারণে কো নাে ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না।
28. শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার ক্লা সে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের বিষয়টি তাদের ইচ্ছাধীন।
29. সংখ্যা লঘুশ্রেণীর নাগরিকদের স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ।
30. সংখ্যা লঘুসম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গ নিজেদের পছন্দমতাে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে।
31. ধারাটি বাতিল করা হয়েছে।
32. মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য পাঁচটি লেখ বা আদেশ (writs) জারী সংক্রান্ত বিষয়াদি।
33. সশস্ত্র বাহিনীর মৌলিক অধিকারসমূহ পার্লামেন্ট আইন প্রণয়নের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে।
34. কোনাে অঞ্চলে সামরিক আইন বলবৎ থাকাকালীন সময়ে সংশ্লিষ্ট অঞ্চলে মৌলিক অধিকারের উপর বিধিনিষেধ আরােপিত হতে পারে।
35. মৌলিক অধিকারগুলিকে রক্ষার্থে প্রয়ােজনীয় আইন প্রণয়ন।
রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ (Directive Principles of State Policy)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.