রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহ (Directive Principle of State Policy)

ভারতীয় সংবিধানের ধারাসমূহ (১-৩৯৫) - Articles of the Indian Constitution are discussed in detail (1-395)


  • রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহ (Directive Principle of State Policy)

36. রাষ্ট্রের সংজ্ঞা।
37. রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির প্রয়ােগ সংক্রান্ত বিষয়।
38. জনগণের কল্যা ণার্থে রাষ্ট্র সামাজিক শৃঙ্খলা সংরক্ষণ করবে।
39. রাষ্ট্র কতকগুলি আদর্শজনিত কার্যাদি পালন করবে।
39.  A. ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দীন-দরিদ্রদের জন্য বিনা অর্থে আইনগত সাহায্যদান।
40.পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা ও গ্রামীণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা।
41. কতকগুলি বিশে ষ ক্ষেত্রে রাষ্ট্র কর্মের, শিক্ষার ও সরকারী সাহায্যলাভের অধিকারসমূহকে সুনিশ্চিত করবে।
42. রাষ্ট্রকাজের মানবিক পরিবেশ সৃষ্টি করবে ও প্রসূতিদের জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
43. জী বনধারণের উপযুক্ত মজুরী প্রদান, জীবনযাত্রার মান উন্নয়ন ও গ্রামে কুটীর শিল্পের প্রসার ইত্যাদি।
43.  A. শিল্পকারখানা র প্রশাসনে শ্রমিকদের অংশগ্রহণের সুযােগ প্রতিষ্ঠা।
44. রাষ্ট্র সমগ্র ভারতে একই দেওয়ানী বিধি (Uniform Civil Code) প্রবর্তনের চেষ্টা করবে।
45. ছয় বছরের নীচের শিশুদের প্রতি যত্ন নিতে হবে এবং তাদের শিক্ষার জন্য বন্দোবস্ত করতে হবে।
46. তফশিলী জাতি, তফশিলী উপজাতি ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণীগােষ্ঠীর মানুষদের শিক্ষা ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের জন্য রাষ্ট্র সচেষ্ট হবে।
47. রাষ্ট্র নাগরিকদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের। উন্নয়ন ঘটাবে ও পুষ্টিকর খাদ্যের মান উন্নয়ন করবে।
48. কৃষিব্যবস্থা ও পশুপালন ব্যবস্থাকে রাষ্ট্র বিজ্ঞানসম্মত। উপায়ে গড়ে তুলবে এবং গাভী ও অন্যান্য)। গৃহপালিত পশুর হত্যা নিষিদ্ধ করবে।
48.  A. রাষ্ট্র পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন ঘটাবে এবং বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ করবে।
49. রাষ্ট্র ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলির সংরক্ষণ করবে।
50. রাষ্ট্রদে শের বিচারব্যবস্থাকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখবে।
51. রাষ্ট্র আন্তর্জা তিক শান্তি ও নিরাপত্তাকে সুনিশ্চিত করবে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.