আজ ধানের ক্ষেতে (সুখলতা রাও) | Class - III Bengali | অধ্যায়ঃ ভিত্তিক তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর তৃতীয় পাঠ


তৃতীয় পাঠঃ তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর অধ্যায়ঃ ‘আজ ধানের ক্ষেতে’


🖋১. একটি বাক্যে উত্তর দাও :
১.১ 'আজ ধানের ক্ষেতে’ কবিতার কবির নাম কী?
উত্তরঃ কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর।

১.২ রৌদ্রছায়া কোথায় লুকোচুরি খেলে?
উত্তরঃ রৌদ্রছায়া ধানের খেতে লুকোচুরি খেলে।

১.৩ নীল আকাশে কীসের ভেলা ভাসছে?
উত্তরঃ নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে।

১.৪ কে মধু খেতে ভুলে গেছে?
উত্তরঃ ভ্রমর মধু খেতে ভুলে গেছে।

১.৫ কোথায় চখা-চখীর মেলা বসেছে?
উত্তরঃ নদীর চরে চখা-চখীর মেলা বসেছে।

১.৬ কে ঘরে যাবে না আজ?
উত্তরঃ কবি আজ ঘরে যাবেন না।

১.৭ কী লুট করে নেবে?
উত্তরঃ আকাশ ভেঙে বাহিরকে লুট করে নেবে।

১.৮ কীরকম জলে ফেনার রাশি দেখা যাচ্ছে ?
উত্তরঃ জোয়ারের জলে ফেনার রাশি দেখা যাচ্ছে।

১.৯ কবি কী বাজিয়ে দিন কাটাবেন ?
উত্তরঃ কবি বাঁশি বাজিয়ে দিন কাটাবেন।

১.১০ কবি কখন বাঁশি বাজাবেন?
উত্তরঃ কবি সকালবেলা বাঁশি বাজাবেন।

১.১১ এই গানটিতে বাংলার কোন পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে ?
উত্তরঃ এই গানটিতে বাংলার গ্রাম্য পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে।


🖋২ . শূন্যস্থান পূরণ করাে :
২.১ আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা।
২.২ সাদা মেঘের ভেলা রে ভাই।
২.৩ আজ ভ্রমর ভােলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে।
২.৪ আজ কীসের তরে নদীর চরে চখা-চখীর মেলা।
২.৫ আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে।
২.৬ জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ।


🖋৩. বাক্য রচনা করাে:
জোয়ার, বাঁশি, লুকোচুরি, মেলা, লুট, রাশি রাশি
● জোয়ার → উত্তরঃ নদীতে রােজ জোয়ার হয়।
● বাঁশি → উত্তরঃ কানাই খুব ভালাে বাঁশি বাজাতে পারে।
● লুকোচুরি → উত্তরঃ ছোট্টরা লুকোচুরি খেলতে ভালােবাসে।
● মেলা → উত্তরঃ আমাদের গ্রামে প্রতিবছর দোলের মেলা বসে।
●  লুট → উত্তরঃ দস্যুরা রাতেরবেলা যাত্রীদের মাল লুট করে নেয়।
● রাশি রাশি → উত্তরঃ সারা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হল।


🖋৪ .‘ক’-এর সঙ্গে ‘খ’ মিলিয়ে লেখাে :
উত্তরঃ সঠিক উত্তর করে দেওয়া রইলো—
ক- স্তম্ভখ- স্তম্ভ
রোদছায়া
ভেলামাঝি
মেঘবৃষ্টি
ভ্রমরমধু
রাখালবাঁশি


🖋৫. সঠিকভাবে সাজিয়ে লেখাে :
শি বাঁ, হি র বা, র দী ন,
রি লু কো চু, য়া ছা, র ভ্র ম
● শি বাঁ → বাঁশি
● হি র বা → বাহির
● র দী ন → নদীর
● রি লু কো চু → লুকোচুরি
● য়া ছা → ছায়া
● র ভ্র ম → ভ্রমর
উত্তরঃ বাঁশি, বাহির, নদীর, লুকোচুরি, ছায়া, ভ্রমর।


🖋৬. বিপরীত শব্দ লেখাে :
ভােলে, যাব, হাসি, জোয়ার,
ভাই, ভেঙে, আজ, নেব
● ভােলে → উত্তরঃ মনে রাখে।
● যাব → উত্তরঃ আসব।
● হাসি → উত্তরঃ কান্না।
● জোয়ার → উত্তরঃ ভাটা।
● ভাই → উত্তরঃ বােন।
● ভেঙে → উত্তরঃগড়ে।
● আজ → উত্তরঃ কাল।
● নেব → উত্তরঃ দেব।





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.