আরাম (শঙ্খ ঘোষ) | Class - III Bengali | অধ্যায়ঃ ভিত্তিক তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর সপ্তম পাঠ


সপ্তম পাঠঃ তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর অধ্যায়ঃ ‘আরাম’


🖋হাতে কলমে :
☞ ১. একটি বাক্যে উত্তর  দাওঃ
১.১ কুজন কী?
উত্তরঃ পাখির ডাক।

১.২ কীভাবে ঘুম ভাঙল?
উত্তরঃ পাখিদের কূজনে।

১.৩ ঘুম ভেঙে কী দেখা গেল?
উত্তরঃ শিশুর বাবা-মা দুপাশে আছে।

১.৪ জিজি আর পুতুলেরা কী করছে?
উত্তরঃ দিদি ঘুমােচ্ছ আর পুতুলেরা টুং টাং শব্দে নাচছে।

১.৫ 'কী-আরাম’ কখন এমন মনে হল ?
উত্তরঃ যখন সব ঠিকঠাক পাওয়া গেল।

১.৬ সব কিছু ঠিকঠাক মনে হল কখন?
উত্তরঃ ঘুম থেকে উঠে।


☞ ২. যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখাে :
২.১ কবিতাটিতে (ভােরবেলার/রাত্রিবেলার) কথা বলা হয়েছে। 
উত্তরঃ কবিতাটিতে ভােরবেলার কথা বলা হয়েছে।

২.২ পুতুলেরা (এঘরে/ওঘরে) নেচে উঠেছে।
উত্তরঃ পুতুলেরা এঘরে নেচে উঠেছে।

২.৩ (আজ/কাল) কী আরাম।
উত্তরঃ আজ কী আরাম।


☞ ৩. কবিতাটি পড়ে বাক্য সম্পূর্ণ করাে:
৩.১ আজ ঘুম ভেঙে দেখি পাখিদের কুজন
৩.২ পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে।
৩.৩ ওই দিকে শােনা যায় সিয়ারাম
৩.৪  ওই ঘরে জিজি বেঘােরে ঘুমায়


☞ ৪. শব্দগুলাে দিয়ে বাক্য রচনা করােঃ
 কুজন, টুংটাং, বেঘােরে, আরাম

⦿ কুজন— সকালবেলা পাখিদের কুজন খুব ভালাে লাগে।
⦿ টুংটাং— মায়ের হাতের চুড়িতে টুংটাং আওয়াজ হয়।
⦿ বেঘােরে— ভােরবেলা দাদা বেঘােরে ঘুমােচ্ছে। 
⦿ আরাম— শীতকালে আরামে ঘুমােনাে যায়।


☞ ৫.  বিপরীতার্থক শব্দ লেখাে : 
 ঘুম, ভেঙে, ঘরে, আজ, ওঠে

উত্তরঃ  ঘুম—জাগা। ভেঙে—গড়ে। ঘরে—বাইরে। আজ—কাল। ওঠে—পরে।


☞ ৩. শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও:
আরাম, ভাঙে, ভালােবাসেন, নেচে

৬.১ রােজ সকালে আমাদের ঘুম ভাঙে
৬.২ বাবা-মা আমাদের ভালােবাসেন
৬.৩  আনন্দে মন নেচে ওঠে।
৬.৪  প্রচণ্ড গরমে আরাম নেই।


☞ ৭. কোন কোন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে?
উত্তরঃ  কাক, কোকিল, মুরগি, দোয়েল পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে।


☞ ৮. সকালে উঠে কীভাবে তুমি দিন শুরু করে, চার-পাঁচটি বাক্যে লেখাে।
উত্তরঃ সকালে উঠে প্রথমে আমি দাঁত মুখ ধুই। তারপর জল খাবার খাই। জলখাবার খেয়ে ঠাকুমার সঙ্গে কথা বলি। তারপর পড়তে বসি। পড়া শেষ করে স্নান করে স্কুলে যাই।

 





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.