আমরা চাষ করি আনন্দে | Class - III Bengali | অধ্যায়ঃ ভিত্তিক তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর প্রথম পাঠ


প্রথম পাঠঃ তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর অধ্যায়ঃ ‘আমরা চাষ করি আনন্দে’


☞ ১. একটি বাক্যে উত্তর দাও :
১.১ চাষ করার জমিকে কী বলা হয়?
উত্তরঃ চাষ করার জমি কে খেত বলা হয়।

১.২ চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না ?
উত্তরঃ চাষের কাজে জল, আলাে, হাওয়া, তাপ, মাটি, বীজ, চাষি এবং লাঙল না হলে চলে না।

১.৩ ধান গাছ থেকে কী কী জিনিস আমরা পাই?
উত্তরঃ ধান গাছ থেকে আমরা ধান, চাল, মুড়ি, খৈ এবং খড়।

১.৪ 'সকল ধরা হেসে ওঠে'—এখানে 'ধরা' শব্দটির অর্থ কী?
উত্তরঃ এখানে ধরা বলতে সমস্ত খেতের জমি বােঝানাে হয়েছে। অর্থাৎ প্রকৃতিকে।

১.৫ ‘ধরা’ শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখাে।
উত্তরঃ ‘ধরা'—অনেক চেষ্টা করেও তাকে ধরা গেল না।

১.৬ ‘পুলক’ শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করাে।
উত্তরঃ পুলক—আকাশে মেঘ করলে ময়ুরের পুলক জাগে।

১.৭ 'অঘ্রান’ মাসটির পুরাে নামটি কী?
উত্তরঃ অঘ্রান মাসটির পুরাে নামটি হল ‘অগ্রহায়ণ।'


☞ ২. শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করাে।
(ক) স _______  উত্তরঃ সন্ধে
(খ) গ _______   উত্তরঃ গন্ধে
(গ) বৃ _______   উত্তরঃ বৃষ্টি
(ঘ) শি_______   উত্তরঃ শিষ
(ঙ) অ_______  উত্তরঃ অঘ্রান
(চ) রৌ_______ উত্তরঃ রৌদ্রে


☞ ৩ . তােমার পড়া গানটির একটি পঙ্তি নীচে দেওয়া আছে। তার পরের দুটি লাইন গান থেকে তুমি লেখাে।

সবুজ প্রাণের গানের লেখা।

রেখায় রেখায় দেয় রে দেখা।
মাতে রে কোন কবি নৃত্য-দোদুল ছন্দে।


☞ ৪. বাঁদিকের সঙ্গে ডানদিক মেলাও:






☞ ৫.  শূন্যস্থান পূরণ করাে।
৫.১ সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হল ____ ।
উত্তরঃ সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হল লেখা।

৫.২ অঘ্রান মাসের আগের মাসের নাম হল____ ।
উত্তরঃ অঘ্রান মাসের আগের মাসের নাম হল কার্তিক।

৫.৩ অঘ্রান মাসের পরের মাসের নাম হল____ ।
উত্তরঃ অঘ্রান মাসের পরের মাসের নাম হল পৌষ।

৫.৪ অঘ্রান মাস____ ঋতুর মধ্যে পড়ে।
উত্তরঃ অঘ্রান মাস হেমন্ত ঋতু হেমন্ত ঋতুর মধ্যে পড়ে।


☞ ৬. যাঁরা চাষ করেন তাঁদের চাষি বলে।
 তাহলে, যাঁরা কবিতা লেখেন তাদের বলে কবি
 যাঁরা কাঠ দিয়ে খাট, চেয়ার-টেবিল, আলনা, দরজা-জানালা বানান তাঁদের বলে ছুতাের
 যাঁরা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রী
 যাঁরা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি
 যাঁরা মাছ ধরেন তাঁদের বলে জেলে


☞ ৭ . নীচের বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনাে না কোনাে কাজ বােঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নীচে লেখাে, যা দিয়ে কাজ করা বােঝায়।

(ক) রৌদ্র ওঠে
(খ) বৃষ্টি পড়ে। 
(গ) পাতা নড়ে। 
(ঘ) চাষ করি আনন্দে।

উত্তরঃ বেলা কাটে।
গানের লেখা।
দেয় রে দেখা।
পুলক ছােটে।
মাতে রে কোন।
হেসে ওঠে।


☞ ৮. সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কীভাবে কাটাবে, নীচে চার লাইনে লেখাে।
উত্তরঃ আমি সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে পড়তে বসব। তারপর পড়াশেষে বারান্দায় বসে বৃষ্টি দেখব আর বৃষ্টির জলে কাগজের নৌকো ভাসাবাে। দুপুরে চান করে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ব। ঘুম থেকে উঠে দাদু-ঠাকুমার সঙ্গে বসে বৃষ্টি দেখব আর অনেক গল্প শুনব। তারপর সন্ধ্যেবেলায় পড়াশুনা শেষ করে খেয়েদেয়ে রাতে ঘুমিয়ে পড়ব।





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.