ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো || উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।



ভূমিকা:-  সংবিধানের ৭৪ নং ধারা অনুযায়ী মন্ত্রী পরিষদের নেতা হলেন প্রধানমন্ত্রী। তাকে কেন্দ্র করে মন্ত্রিসভার উত্থান ও পতন ঘটে। তিনি সংবিধানের ৭৫ (১)নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন। তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দেশের প্রকৃত।



প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী:- প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ক্ষমতা ও কার্যাবলীগুলি হল-

রাষ্ট্রপতি ও সরকারের মাধ্যম:- রাষ্ট্রপতি ও সরকারের সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কর্তব্য হল সরকারের বিভিন্ন কাজের খবর রাষ্ট্রপতিকে নিয়মিত জানানো। যেমন- লোকসভার অধিবেশন, মন্ত্রিসভার সিদ্ধান্ত,আইনের প্রস্থাব প্রভৃতি।

অন্যান্য মন্ত্রীদের মনোনীত:- প্রধানমন্ত্রীর পছন্দমতো ব্যক্তিদের মন্ত্রী হিসেবে মনোনীত করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়। এছাড়াও যে কোনো মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে পারেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাহায্যে।

ক্যাবিনেটের সভাপতি:- প্রধানমন্ত্রী কেবিনেটর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তাই তিনি ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত এই সভায় গৃহীত হয় না।

দলের নেতা প্রধানমন্ত্রী:- সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে মুখ্য ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী দলের ঐক্য ও অক্ষুণ্নতা বজায় রাখার জন্য বিভিন্ন নীতি ও কার্যক্রম নির্ধারণ করেন। এছাড়াও দল যাতে প্রসারিত হয় ও ভোটযুদ্ধে জয়লাভ করতে পারে সেই দিকে লক্ষ্য রাখেন প্রধানমন্ত্রী।

পার্লামেন্টের নেতা:- প্রধানমন্ত্রী শুধু দলেরই নেতা নয়, তিনি হলেন পার্লামেন্টের নিম্নকক্ষের নেতা। তার নেতৃত্বে আইন প্রণয়ন, নীতি নির্ধারণ প্রভৃতি পার্লামেন্টের দ্বারা সম্পূর্ণ হয়। এছাড়াও বিরোধী দলের নেতা ও মন্ত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করে পার্লামেন্টে কোনো সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।

বৈদেশিক সম্পর্ক:- প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের কাছ থেকে বিভিন্ন রাষ্ট্রের খবরা-খবর রাখেন। তিনি বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন ও বিভিন্ন সম্মেলনে যোগদান করেন।

সংযোগ রক্ষাকারী:- প্রধানমন্ত্রী সরকার ও জনগণের মধ্যে সংযোগ রক্ষাকারীর ভূমিকা পালন করেন। তাই তিনি বেতার ও দূরদর্শনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন।

অন্যান্য ক্ষমতা:- এছাড়াও প্রধানমন্ত্রী মন্ত্রীদের শপথ নির্দেশক, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান, আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান প্রভৃতির ভূমিকা পালন করেন।



ভারতের প্রধানমন্ত্রীর পদমর্যাদা:- ভারতের প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পর্কে দুই ধরনের মত রয়েছে। প্রথম মত অনুসারে প্রধানমন্ত্রী ভারতের একক ক্ষমতার অধিকারী। কিন্তু অনেকের মতে রাষ্ট্রপতির নিম্ন কর্মচারী হলেন প্রধানমন্ত্রী। কিন্তু সংবিধানের ৭৫ (১)  নং  সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির সমতুল্য ক্ষমতা দেওয়া হয়েছে।

মন্তব্য:- উপরের আলোচনা থেকে বলা যেতে পারে যে সংসদীয় রাজনৈতিক ব্যবস্থার প্রধানমন্ত্রীর ভূমিকাকে অস্বীকার করে যায় না। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মন্ত্রিসভার সঙ্গে আলোচনার ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। বিরোধী দলের নেতাদের মতামত উপেক্ষা করেন ।




ভারতের প্রধানমন্ত্রীদের তালিকাতে ১৫ আগস্ট, ১৯৪৭ তারিখে ভারত স্বাধীন হওয়ার দিন থেকে বর্তমান কাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করা সকল ব্যক্তির নাম সন্নিবিষ্ট করা হয়েছে।

নামপ্রতিকৃতিদ্বায়িত্ব্ব গ্রহণদ্বায়িত্ব হস্তান্তরজন্ম ও মৃত্যুরাজনৈতিক দলজন্ম স্থান
জওহরলাল নেহেরুআগস্ট ১৫
১৯৪৭
মে ২৭
১৯৬৪
নভেম্বর ১৪ ১৮৮৯ – মে ২৭ ১৯৬৪ভারতীয় জাতীয় কংগ্রেসএলাহাবাদ, উত্তর প্রদেশ
-গুলজারিলাল নন্দামে ২৭
১৯৬৪
জুন ৯
১৯৬৪
জুলাই ৪ ১৮৯৮ - জানুয়ারি ১৫ ১৯৯৮ভারতীয় জাতীয় কংগ্রেসশিয়ালকোট, ব্রিটিশ ভারত
লাল বাহাদুর শাস্ত্রীজুন ৯
১৯৬৪
জানুয়ারি ১১ ১৯৬৬অক্টোবর ২ ১৯০৪ - জানুয়ারি ১১ ১৯৬৬ভারতীয় জাতীয় কংগ্রেসমুঘলসরাই, উত্তর প্রদেশ
-গুলজারিলাল নন্দাজানুয়ারি ১১ ১৯৬৬জানুয়ারি ২৪ ১৯৬৬জুলাই ৪ ১৮৯৮ - জানুয়ারি ১১ ১৯৬৬ভারতীয় জাতীয় কংগ্রেসশিয়ালকোট, ব্রিটিশ ভারত
ইন্দিরা গান্ধীজানুয়ারি ২৪ ১৯৬৬মার্চ ২৪
১৯৭৭
নভেম্বর ১৯ ১৯১৭ - অক্টোবর ৩১ ১৯৮৪ভারতীয় জাতীয় কংগ্রেসএলাহাবাদ, উত্তর প্রদেশ
মোরারজি দেসাইমার্চ ২৪
১৯৭৭
জুলাই ২৮
১৯৭৯
ফেব্রুয়ারি ২৯, ১৮৯৬ - এপ্রিল ১০, ১৯৯৫জনতা পার্টিভালসাদ, গুজরাত
চৌধুরী চরণ সিংজুলাই ২৮ ১৯৭৯জানুয়ারি ১৪ ১৯৮০ডিসেম্বর ২৩, ১৯০২ - মে ২৯, ১৯৮৭জনতা পার্টিনূরপুর, উত্তর প্রদেশ
(৩)ইন্দিরা গান্ধীজানুয়ারি ১৪ ১৯৮০অক্টোবর ৩১ ১৯৮৪নভেম্বর ১৯ ১৯১৭ - অক্টোবর ৩১ ১৯৮৪ভারতীয় জাতীয় কংগ্রেসএলাহাবাদ, উত্তর প্রদেশ
রাজীব গান্ধীঅক্টোবর ৩১ ১৯৮৪ডিসেম্বর২
১৯৮৯
আগস্ট ২০ ১৯৪৪ – মে ২১ ১৯৯১ভারতীয় জাতীয় কংগ্রেসবোম্বাই, মহারাষ্ট্র
বিশ্বনাথ প্রতাপ সিংডিসেম্বর ২ ১৯৮৯নভেম্বর ১০
১৯৯০
জুন ২৫ ১৯৩১ - নভেম্বর ২৭ ২০০৮জনতা দলএলাহাবাদ, উত্তর প্রদেশ
চন্দ্র শেখরনভেম্বর ১০ ১৯৯০জুন ২১
১৯৯১
জুন ২১ ১৯২৭ – জুলাই ৮ ২০০৭সমাজবাদী জনতা পার্টিইব্রাহিমপাট্টি-বালাই, উত্তর প্রদেশ
পি ভি নরসিমা রাওজুন ২১
১৯৯১
মে ১৬
১৯৯৬
জুন ২৮ ১৯২১ – ডিসেম্বর ২৩ ২০০৪ভারতীয় জাতীয় কংগ্রেসকরিমনগর, অন্ধ্রপ্রদেশ
১০অটল বিহারী বাজপেয়িমে ১৬
১৯৯৬
জুন ১
১৯৯৬
জন্ম: ডিসেম্বর ২৫, ১৯২৪ভারতীয় জনতা পার্টিগোয়ালিয়র, মধ্যপ্রদেশ
১১এইচ. ডি. দেব গৌড়াজুন ১
১৯৯৬
এপ্রিল ২১
১৯৯৭
জন্ম: মে ১৮ ১৯৩৩জনতা দলহাসান জেলা, কর্ণাটক
১২ইন্দ্র কুমার গুজরালএপ্রিল২১
১৯৯৭
মার্চ ১৯
১৯৯৮
ডিসেম্বর ৪ ১৯১৯ - নভেম্বর ৩০ ২০১২জনতা দলঝিলাম, ব্রিটিশ ভারত
(১০)অটল বিহারী বাজপেয়িমার্চ ১৯ ১৯৯৮মে ২২
২০০৪
জন্ম: ডিসেম্বর ২৫, ১৯২৪ মৃত্যু: আগস্ট ১৬, ২০১৮ভারতীয় জনতা পার্টিগোয়ালিয়র, মধ্যপ্রদেশ
১৩ডঃ মনমোহন সিংহমে ২২
২০০৪
মে ২৬
২০১৪
জন্ম: সেপ্টেম্বর ২৬, ১৯৩২ভারতীয় জাতীয় কংগ্রেসপাঞ্জাব প্রদেশ (ব্রিটিশ ভারত)
১৪নরেন্দ্র মোদীমে ২৬
২০১৪
দায়িত্ব পালনরতজন্ম: সেপ্টেম্বর ১৭, ১৯৫০ভারতীয় জনতা পার্টি
(এনডিএ)
বডনগর, ভারত


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.