আফ্রিকা কবিতায় বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে হার মানানোর তাৎপর্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও ।

৬. ‘বিদ্রূপ করছিলে ভীষণকে/বিরুপের ছদ্মবেশে,/ শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে’ — ভীষণকে বিদ্রুপ করা বলতে কী বোঝানো হয়েছে ? “আফ্রিকা” কবিতায় বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে হার মানানোর তাৎপর্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও ।


উত্তরঃ বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্ধকারে জন্ম নেওয়া নবজাতক আফ্রিকা যখন রহস্যময় দুর্বোধ্য প্রকৃতির সঙ্গে পরিচিত হচ্ছিল তখন তার অন্তর্জগতে ভীতি জাগ্রত হয়েছিল । সেই ভয়ংকর ভীষণ ভীতিকে হার মানাতে চেয়ে তাকে আফ্রিকা বিদ্রূপ করেছে ।

   প্রকৃতির রহস্যময়তার সঙ্গে একাত্ম হয়ে, নিজের জন্মদাত্রী প্রকৃতি মায়ের কাছে বিরূপের ছদ্মবেশে তার আত্মপ্রকাশ । মা -হারানো শিশুর মতোই জন্মকালেই এশিয়া মহাদেশ থেকে আলাদা হয়ে পড়ে আফ্রিকা । অরণ্যময়, দুর্গম আফ্রিকা অজ্ঞানতার অন্ধকারে ডুবে ছিল । সভ্যতার সামান্যতম আলোেক সেখানে প্রবেশ করতে পারেনি । কিন্তু থেমে থাকলে চলবে না । থেমে থাকা মানে মৃত্যু । তাই অবজ্ঞা, অশিক্ষা অজ্ঞানতা, অসহায়তার হাত থেকে মুক্তি পেতেই হবে তাকে ।

      সে বেছে নিল প্রত্যাঘাতের পথ । তার চেতনাতীত মনে অনুরণিত হচ্ছিল জেগে ওঠার নতুন মন্ত্র । বিরুপের ছদ্মবেশে সে ভীষণকে বিদ্রূপ করছিল । হার মানাতে চাইছিল শঙ্কাকে । সে নিজেকে উগ্র ও বিভীষিকাময় করে তুলে তীব্র শব্দে তাণ্ডব নৃত্য শুরু করে, যার ফলে শঙ্কা ভীত ও পরাস্ত হয় ।
















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.