ইংরেজদের সঙ্গে মিরকাশিমের বিরোধের কারণগুলি কী ছিল ?

☀ মিরকাশিমের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণগুলি কী ছিল ?


সূচনাঃ–
     ইংরেজরা বশীভূত নবাব মিরজাফরকে বাংলার সিংহাসনে বসান । ইংরেজরা তাঁর কাছ থেকে নগদ অর্থ বাণিজ্যিক সুবিধা এবং চব্বিশ পরগনার জমিদারি লাভ করে । কিন্তু ক্লাইভের উদ্ধত আচরণ, নবাবের প্রতি অসম্মান, ক্রমাগত অর্থশোষণ বৃদ্ধি প্রভৃতি ঘটনায় মিরজাফর বিরক্ত হয়ে ওঠেন । ইংরেজদের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে মিরজাফর ওলন্দাজদের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে ক্লাইভ বিদারার যুদ্ধে (১৭৫৯ খ্রিস্টাব্দ) ওলন্দাজদের পরাজিত করেন ।


বিরোধের কারণ :–
            কোম্পানি ভেবেছিল যে, মিরকাশিম তাদের নির্দেশমতো চলবেন এবং তাদের স্বার্থরক্ষা করবেন । কিন্তু পূর্বতন নবাবের মতো কোম্পানির ক্রীড়ানক হয়ে চলার হীন মনোবৃত্তি মিরকাশিমের ছিল না । সিংহাসনে বসার পর থেকেই তিনি কোম্পানির নিয়ন্ত্রণ মুক্ত হয়ে চলার সিদ্ধান্ত নিলে নবাব ও কোম্পানির মধ্যে বিরোধের সূচনা হয় ।



 (১) আর্থিক পদক্ষেপ :  মিরকাশিম বাংলার আর্থিক সমৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেন । যেমন – (ক) তিনি রাজস্ব আদায়ের জন্য কঠোর নীতি নেন । (খ) নবাবী দরবারে ব্যয় সংকোচন করেন । (গ) দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বরখাস্ত বা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন । (ঘ) বিদ্রোহী জমিদারদের ।


 (২) সামরিক শক্তিবৃদ্ধি :  সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে বাহিনীর শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে মিরকাশিম দমন করেন । সমর্, মার্কার ও জেন্টিল নামে তিনজন ইউরোপীয় সেনাপতিকে তার বাহিনীতে নিয়োগ করেন । তিনি মুঙ্গেরে একটি কামান ও বন্দুকের কারখানা স্থাপন করেন ।

 (৩) রাজধানী স্থানান্তর :  মুরশিদাবাদ কলকাতার খুব কাছে অবস্থিত হওয়ায় ইংরেজরা যখন তখন নবাবের কাজে হস্তক্ষেপ করতে পারত । এইজন্য ইংরেজদের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে রাজত্ব করবার উদ্দেশ্যে মিরকাশিম তার রাজধানী মুরশিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে স্থানান্তরিত করেন ।

 (৪) দস্তকের অপব্যবহার :  ইংরেজ কোম্পানি ১৭১৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার বা দস্তক লাভ করে । কিন্তু কোম্পানি ও তার কর্মচারীরা দস্তকের ঘোর অপব্যবহার করে বিনা শুল্কে বাণিজ্য চালালে নবাব বিপুল পরিমাণ শুষ্ক থেকে বঞ্চিত হয় ।



 উপসংহারঃ–
        দেশীয় বণিকরা শুল্ক দিয়ে বাণিজ্য করে ক্রমশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে । মিরকাশিম বহু চেষ্টা করে এর প্রতিকার করতে না পেরে দেশীয় বণিকদের ওপর থেকে শুষ্ক তুলে দেন । ফলে ইংরেজ বণিকরা প্রতিযোগিতার সম্মুখীন হয়ে নবাবের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে । ফলে বিনা শুল্কে বাণিজ্যকে কেন্দ্র করে মিরকাশিমের সঙ্গে ইংরেজদের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয় ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.