Higher Secondary Political Science Class 12 ABTA Test Papers 2021-2022 Page AC - 29 - MySite Publisher

Higher Secondary Political Science
Class 12 ABTA Test Papers
2021-2022 Page
 AC - 29 
Part - 'B'


(১) ‘জাতীয় স্বার্থ হল পররাষ্ট্র নীতির মূল ধারণা’ -এ বলেছেন – 
( ক ) ই এইচ কার
( খ ) ডেভিড হিউম
( গ ) মরগেন থাউ
( ঘ ) যোসেফ ফ্রাঙ্কেল
উত্তরঃ ( গ ) মরগেন থাউ

(২) বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় –
( ক ) ১৯৯১ সালে
( খ ) ১৯৯৪ সালে
( গ ) ১৯৯৫ সালে
( ঘ ) ১৯৯৬ সালে
উত্তরঃ ( ক ) ১৯৯১ সালে

(৩) উদারনীতিবাদের মূল কথা –
( ক ) ব্যক্তি স্বাধীনতার বিকাশ
( খ ) রাষ্ট্রীয় স্বাধীনতার বিকাশ
( গ ) সামাজিক স্বাধীনতার বিকাশ
( ঘ ) প্রতিষ্ঠানের স্বাধীনতার বিকাশ
উত্তরঃ ( ক ) ব্যক্তি স্বাধীনতার বিকাশ

(৪) কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় –
( ক ) ১৯৪৮ সালে
( খ ) ১৮৪৮ সালে
( গ ) ১৮৫৮ সালে
( ঘ ) ১৮৫৯ সালে
উত্তরঃ ( খ ) ১৯ ফেব্রুয়ারি, ১৮৪৮ সালে

(৫) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন —
( ক ) ব্ল্যাকস্টোন
( খ ) মন্তেষ্কু
( গ ) বার্কার
( ঘ ) ডাইসি
উত্তরঃ ( খ ) মন্তেষ্কু

(৬) মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার উচ্চকক্ষের নাম –
( ক ) লোকসভা
( খ ) রাজ্যসভা
( গ ) জন প্রতিনিধি সভা
( ঘ ) সিনেট
উত্তরঃ ( ঘ ) সিনেট

(৭) দ্বি - কক্ষবিশিষ্ট আইনসভার সমর্থক হলেন –
( ক ) জে এস মিল
( খ ) হেগেল
( গ ) বার্কার
( ঘ ) ফাইনার
উত্তরঃ  ( ক ) জে এস মিল

(৮) পশ্চিমবঙ্গের আইন সভা –
( ক ) এক কক্ষবিশিষ্ট
( খ ) দ্বি - কক্ষবিশিষ্ট
( গ ) বহু কক্ষবিশিষ্ট
( ঘ ) কোনটিই নয়
উত্তরঃ  ( খ ) দ্বি - কক্ষবিশিষ্ট

(৯) রাজ্য সভায় সভাপতিত্ব করেন –
( ক ) রাষ্ট্রপতি
( খ ) প্রধানমন্ত্রী
( গ ) উপরাষ্ট্রপতি
( ঘ ) স্পীকার
উত্তরঃ  ( গ ) উপরাষ্ট্রপতি

(১০) ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন –
( ক ) অ্যাটর্নি জেনারেল
( খ ) প্রধানমন্ত্রী
( গ ) প্রধান বিচারপতি
( ঘ ) রাষ্ট্রপতি
উত্তরঃ  ( খ ) প্রধানমন্ত্রী

(১১) রাজ্য বিধান সভা ভেঙে দিতে পারেন –
( ক ) রাষ্ট্রপতি
( খ ) প্রধানমন্ত্রী
( গ ) রাজ্যপাল
( ঘ ) মুখ্যমন্ত্রী
উত্তরঃ  ( গ ) রাজ্যপাল

(১২) ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন সংসদের –
( ক ) উচ্চকক্ষ
( খ ) নিম্নকক্ষ
( গ ) প্রধানমন্ত্রী
( ঘ ) উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা
উত্তরঃ  ( ঘ ) উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা

(১৩) 'পার্লামেন্ট হল খেলার বিষয়’ - বলেছেন –
( ক ) বেনিটো মুসোলিনি
( খ ) হিটলার
( গ ) রবীন্দ্রনাথ ঠাকুর
( ঘ ) স্তালিন
উত্তরঃ  ( ক ) বেনিটো মুসোলিনি

(১৪) রাজ্য আইন সভার উচ্চকক্ষ হল –
( ক ) বিধানসভা
( খ ) বিধান পরিষদ
( গ ) লোকসভা
( ঘ ) রাজ্যসভা
উত্তরঃ  ( খ ) বিধান পরিষদ

(১৫) “জিরো আওয়ায়" -এর সময় সীমা হল –
( ক ) ৩০ মিনিট
( খ ) ৬০ মিনিট
( গ ) ৯০ মিনিট
( য ) ১০০ মিনিট
উত্তরঃ  ( গ ) ৯০ মিনিট

(১৬) বিধান সভার কার্যকালের মেয়াদ –
( ক ) ৩ বছর
( খ ) ৪ বছর
( গ ) ৫ বছর
( ঘ ) ৬ বছর
উত্তরঃ  ( গ ) ৫ বছর

(১৭) লোক আদালত প্রথম গঠিত হয়েছিল –
( ক ) দিল্লিতে
( খ ) জুনাগড়ে ( গুজরাট )
( গ ) চেন্নাইতে
( ঘ ) মুম্বাইতে
উত্তরঃ  ( খ ) জুনাগড়ে ( গুজরাট )

(১৮) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় —
( ক ) ১৯৮৫ খ্রীষ্টাব্দে
( খ ) ১৯৮৬ খ্রীষ্টাব্দে
( গ ) ১৯৮৭ খ্রীষ্টাব্দে
( ঘ ) ১৯৮৮ খ্রীষ্টাব্দে
উত্তরঃ  ( খ ) ১৯৮৬ খ্রীষ্টাব্দে

(১৯) হাই কোর্টের বিচারপতিগণ স্বপদে বহাল থাকেন –
( ক ) ৬২ বছর বয়স পর্যন্ত
( খ ) ৬৭ বছর বয়স পর্যন্ত
( গ ) ৭০ বছর বয়স পর্যন্ত
( ঘ ) ৬৫ বছর বয়স পর্যন্ত
উত্তরঃ  ( ক ) ৬২ বছর বয়স পর্যন্ত

(২০) হাই কোর্টে রায়ের আপীল করা যায় –
( ক ) সুপ্রীম কোর্টে
( খ ) জেলার সর্বোচ্চ আদালতে
( গ ) লোক আদালতে
( ঘ ) মুন্ফেসের আদালতে
উত্তরঃ  ( ক ) সুপ্রীম কোর্টে

(২১) জেলা পরিষদের সদস্যদের কার্যকাল –
( ক ) ৪ বছর
( খ ) ৫ বছর
( গ ) ৬ বছর
( ঘ ) ৭ বছর
উত্তরঃ  ( খ ) ৫ বছর

(২২) পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হল –
( ক ) গ্রাম পঞ্চায়েত
( খ ) পঞ্চায়েত সমিতি
( গ ) ন্যায় পঞ্চায়েত
( ঘ ) জেলা পরিষদ
উত্তরঃ  ( ক ) গ্রাম পঞ্চায়েত

(২৩) পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন –
( ক ) এস ডি ও
( খ ) বি ডি ও
( গ ) মেয়র
( ঘ ) কেউই নন
উত্তরঃ  ( খ ) বি ডি ও

(২৪) বর্তমানে কলকাতা পৌরনিগমের কাউন্সিলারের সংখ্যা হল –
( ক ) 143 জন
( খ ) 144 জন
( গ ) 141 জন
( ঘ ) 142 জন
উত্তরঃ  ( খ ) 144 জন


Label Name

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.