শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (মার্চ ৩০, ১৮৯৯ – সেপ্টেম্বর ২২, ১৯৭০) একজন ভারতীয় বাঙালি লেখক । তাঁর জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে। তাঁর রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় তাঁর ২০ বছর বয়সে, যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশুনো করছিলেন। পড়াশুনোর সাথেই তিনি সাহিত্য চর্চাও করতে থাকেন। তার সৃষ্টি গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আত্মপ্রকাশ করে ১৯৩২ সালে।
শরদিন্দু ১৯৩৮ সালে বম্বের বম্বে টকিজ এ চিত্রনাট্যকাররুপে কাজ শুরু করেন। ১৯৫২এ সিনেমার কাজ ছেড়ে স্থায়ীভাবে পূনায় বসবাস করতে শুরু করেন। পরবর্তী ১৮ বছর তিনি সাহিত্য চর্চায় অতিবাহিত করেন। ১৯৭০ সালে তাঁর মৃত্যু হয়।
উপন্যাস সমগ্র :
- অভিজাতক
- ছায়াপথিক
- ঝিন্দের বন্দী
- দাদার কীর্তি
- বহু যুগের ওপার হতে
- বিষের ধোঁয়া
- মনচোরা
- রাজদ্রোহী
- রিমঝিম (উপন্যাস)
- শৈল-ভবন
- অমিতাভ
- অষ্টম সর্গ
- আদিম
- ইন্দ্রতূলক
- কালের মন্দিরা
- কুমারসম্ভবের কবি
- গৌড়মল্লার
- চন্দন-মুর্তি
- চুয়াচন্দন
- তক্ত মোবারক
- তুঙ্গভদ্রার তীরে
- তুমি সন্ধ্যার মেঘ
- প্ৰাগজ্যোতিষ
- বাঘের বাচ্চা
- বিষকন্যা
- মরু ও সঙ্ঘ
- মৃৎপ্ৰদীপ
- রক্ত-সন্ধ্যা
- রুমাহরণ
- রেবা রোধসি
- শঙ্খ-কঙ্কণ
- সেতু
সরস গল্প :
Pdf ডাউনলোড করুন :- Click hear