মোবাইল ফোনের সুবিধা ও অসুবিধা
By Mysite
কয়েকটি সুবিধার উদাহরন :-
1~ বিপদআপদ আপনজনকে খবর পৌঁছানো যায়।
2 ~ জরুরি মূহুর্তে পুলিশ,ফায়ার সার্ভিস সেন্টারে কল করা যায়। 3 ~ মানুষ প্রযুক্তির সাথে তাল মেলাতে পাড়ছে।
4 ~ সকল সমস্যার সমাধান মিলছে।
5 ~ দ্রুত সংবাদ আদান প্রদান সম্ভব হচ্ছে।
4 ~ সকল সমস্যার সমাধান মিলছে।
5 ~ দ্রুত সংবাদ আদান প্রদান সম্ভব হচ্ছে।
কয়েকটি অসুবিধার উদাহরন :-
1 ~ ১.স্টুডেন্টের পড়ালেখায় ক্ষতি হয়।
২ ~ অপরাধে সহজে জড়াতে পারে।৩ ~ মোবাইল নেটওয়ার্ক মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতি কর।
4 ~ বাচ্চা ছেলেমেয়েরা মোবাইল ব্যবহারে আকৃষ্ট হচ্ছে।
5 ~ এর দ্বারা এক ধরনের বিকিরণ হচ্ছে যা মানুষের জন্য ক্ষতিকর।
5 ~ এর দ্বারা এক ধরনের বিকিরণ হচ্ছে যা মানুষের জন্য ক্ষতিকর।
6 ~ এটির মাধ্যমে সহজে অন্যকে ঠকানো যায়।
7 ~ অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে।
উপসংহার :
মোবাইল যেমন আমাদের সাহায্যের কাজে ব্যবহৃত হয়, ঠিক তেমন- ই সব মানুষ -ই এই মোবাইল ফোনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে । কখনও কখনও আমরা ফোন ঘাঁটতে ঘাঁটতে ভুলে যাই যে আমাদের এখন কি করা উচিত এবং কি করাটা আমাদের উচিত নয় । কখনও কখনও সময় না কাটার জন্য আমরা ফোন ব্যবহার করে থাকি, তবে আমাদের সবসময় মনে রাখতে হবে আমি যেন সারা দিনটিতে একটানা অধিক সময় পর্যন্ত না দেখি । পোস্টি দেখার জন্য ধন্যবাদ ।