মোবাইল ফোনের সুবিধা ও অসুবিধা

মোবাইল ফোনের সুবিধা ও অসুবিধা

By  Mysite

মোবাইল ফোন ব্যাবহারের অনেক উপকার রয়েছে যেমন: সহজে মানুষের সাথে যোগাযোগ করা যায়, মূহুর্তেই যেকোন সংবাদ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌছান যায়।। এছাড়া আরো অনেক উপকার রয়েছে।। আর বর্তমানে স্মার্টফোনের উপকারিতা অনেক যেমন আমরা ঘরে বসেই অনেক কিছু দেখতে পারি, যেকোন নিউজ বা ভিডিও দেখতে পারি, অনেক জ্ঞান অর্জন করতে পারি।

কয়েকটি সুবিধার উদাহরন :- 

            1~ বিপদআপদ আপনজনকে খবর পৌঁছানো যায়।
            2 ~ জরুরি মূহুর্তে পুলিশ,ফায়ার সার্ভিস সেন্টারে কল করা যায়।
            3 ~ মানুষ প্রযুক্তির সাথে তাল মেলাতে পাড়ছে।
            4 ~ সকল সমস্যার সমাধান মিলছে।
            5 ~ দ্রুত সংবাদ আদান প্রদান সম্ভব হচ্ছে।

কয়েকটি অসুবিধার উদাহরন :- 
1 ~ ১.স্টুডেন্টের পড়ালেখায় ক্ষতি হয়।
২ ~ অপরাধে সহজে জড়াতে পারে।
৩ ~ মোবাইল নেটওয়ার্ক মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতি কর।
4 ~ বাচ্চা ছেলেমেয়েরা মোবাইল ব্যবহারে আকৃষ্ট হচ্ছে।
5 ~ এর দ্বারা এক ধরনের বিকিরণ হচ্ছে যা মানুষের জন্য ক্ষতিকর।
6 ~ এটির মাধ্যমে সহজে অন্যকে ঠকানো যায়। 
7 ~ অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে।

উপসংহার :
মোবাইল যেমন আমাদের সাহায্যের কাজে ব্যবহৃত হয়, ঠিক তেমন- ই সব মানুষ -ই এই মোবাইল ফোনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে । কখনও কখনও আমরা ফোন ঘাঁটতে ঘাঁটতে ভুলে যাই যে আমাদের এখন কি করা উচিত এবং কি করাটা আমাদের উচিত নয় । কখনও কখনও সময় না কাটার জন্য আমরা ফোন ব্যবহার করে থাকি, তবে আমাদের সবসময় মনে রাখতে হবে আমি যেন সারা দিনটিতে একটানা অধিক সময় পর্যন্ত না দেখি ।  পোস্টি দেখার জন্য ধন্যবাদ ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.