ভারতীয় সংবিধানের ধারাসমূহ (১-৪) - Articles of the Indian Constitution are discussed in detail (1-4)
- ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড (Union and its Territory)
1. ভারতীয় ইউনিয়ন ও ভূখণ্ডগত এলাকা।
2. নতুন রাজ্যের সূচনা ও গঠন।
3. রাজ্যের সীমানা পরিবর্তন বা ভূখণ্ডগত এলাকার পরিবর্তন ও রাজ্যের নাম পরিবর্তন।
4. নতুন রাজ্যের সূচনা, রাজ্যের সীমানার পরিবর্তন ইত্যাদির জন্য সংবিধানের প্রথম ও চতুর্থ তফশিলেরসংশােধনজনিত ব্যবস্থা ।