নাগরিকতা (Citizenship)

ভারতীয় সংবিধানের ধারাসমূহ (৫-১১) - Articles of the Indian Constitution are discussed in detail (৫-১১)



  • নাগরিকতা (Citizenship)

5. ভারতীয় সংবিধান চালুবা কার্যকর হবার সময়ে নাগরিকতা সম্পর্কিত বিষয়।
6. যে সমস্ত ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে এসেছে, সেই সমস্ত ব্যক্তিদের ‘না গরিকত্ব অধিকার’ (Rights of citizenship) প্রদান।
7. যে সমস্ত ভারতীয় পাকিস্তানে বসবা স করছে, তাদের নাগরিকতাজনিত অধিকার প্রদান।
8. যে সমস্ত ভারতীয় বংশােদ্ভূত (NRI) ব্যক্তি ভারতের বাইরে বসবাস করছে, তাদের বিশেষ নাগরিকত্বের অধিকার প্রদান।
9. সে সমস্ত ব্যক্তি বিদেশী কোনাে রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করেছে তারা ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবে না।
10. না গরিকদের অধিকার সংক্রান্ত বিষয়।
11. পা র্লামেন্ট নাগরিকতার বিষয়টি আইন প্রণয়নের দ্বারা নিয়ন্ত্রণ করবে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.